পাকিস্তানি মহিলার প্রশ্নে মার্জিত জবাব দিলেন প্রিয়াঙ্কা

বাংলা হান্ট ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া।সেখানে এক পাক মহিলার প্রশ্নের উত্তরে প্রিয়াঙ্কা মার্জিত ভঙ্গিমায় মার্জিত ভঙ্গিমায় সাফ জবাব দিয়েছেন। তিনি বলেছেন,তিনি যুদ্ধকে সমর্থন করেন না, তবে এই সবকিছুর উর্দ্ধে হল তিনি একজন দেশপ্রেমী।

চলতি বছর ফেব্রুয়ারিতে বালাকোট যে এয়ারস্ট্রাইক হলো সেটাকে সমর্থন করেছেন প্রিয়াঙ্কা। তিনি টুইট করেন, সোশ্যাল মিডিয়ায় লেখেন ‘জয় হিন্দ’।

https://twitter.com/priyankachopra/status/1100454040364707840

প্রিয়াঙ্কার সেই টুইট নিয়েই ওই পাক মহিলা প্রশ্ন করেন তাঁকে।ওই মহিলা জানতে চান যে তিনি রাষ্ট্রসংঘের শান্তির দূত। তা সত্ত্বেও পাকিস্তানে পরমাণু বোমা আক্রমণের মতো চিন্তাকে আপনি প্রশ্রয় দিচ্ছেন। এই যুদ্ধে কোনও হার-জিতের জায়গা নেই। আমার মতো লক্ষ লক্ষ পাকিস্তানি আপনাকে শুরু থেকে সমর্থন করত।

প্রিয়াঙ্কা বিচলিত থেকে এই প্রশ্নের উত্তর মাথা খুব ঠান্ডা দেন এবং ওই পাক মহিলাকে প্রশ্ন শেষ করতে অনুরোধ করেন। শোয়ের সঞ্চালক একটু অপ্রস্তুতিতে পড়ে যায়। তারপর প্রিয়াঙ্কার মার্জিত প্রশ্ন শুনে সলকে হাতে হাততালি দেন এবং এই নিয়ে নেটিজেনরাও তার প্রশংসা করেন।

সম্পর্কিত খবর