প্রকাশ্যে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর প্রিয়াঙ্কা-ফারহানের শয্যাদৃশ্য, ভাইরাল নেটদুনিয়ায়

বাংলাহান্ট ডেস্ক:  চলতি বছরের ১৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, ফারহান আখতার অভিনীত ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’ ছবি। ছবি মুক্তির আগে বেশ সাড়া ফেললেও শেষপর্যন্ত বক্সঅফিসে তেমন সাফল্য পায়নি। কিন্তু হঠাৎ করেই ফের সংবাদ শিরোনামে আসছে এই ছবি। সৌজন্যে এই ছবিরই একটি দৃশ্যের ক্লিপ। বা বলা ভাল ছবির দুই প্রধান চরিত্র প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও ফারহান আখতারের শয্যা দৃশ্যের ক্লিপ।

https://www.instagram.com/p/B3TXU8bJ-lW/?utm_source=ig_web_copy_link

মাত্র কয়েক সেকেণ্ডের এই ভিডিয়ো ইতিমধ্যেই ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিয়োতে প্রিয়াঙ্কা ও ফারহান দুজনকেই দেখা যাচ্ছে নামমাত্র পোশাকে। উপরন্তু দৃশ্যটিতে তাঁদের উষ্ণ কথোপকথন আরও উত্তাপ ছড়াচ্ছে ভিডিয়োতে। বলা বাহুল্য এই ভিডিয়ো ভাইরাল হবেই।

sky

তবে ‘দ্য স্কাই ইজ পিঙ্ক’-এর যে ট্রেলার প্রকাশ্যে এসেছিল সেখানে ছিল না এই দৃশ্যটি। নেটিজেনরা মনে করছেন এটি লিকড প্রোমো। দৃশ্যটিতে বেশ সাবলীল ভাবেই অভিনয় করতে দেখা গিয়েছে দুই অভিনেতাকে। সম্পূর্ণ ছবিটিতেই একইরকম দাপট বজায় রেখেছেন ফারহান ও প্রিয়াঙ্কা।

সোনালি বোসের পরিচালিত এই ছবিটি আয়শা চৌধুরীর বায়োপিক। এই ছবিতেই শেষবার দেখা গিয়েছিল অভিনেত্রী জায়রা ওয়াসিমকে। এরপরই তিনি অভিনয় জগৎ থেকে বিদায় নেন। ফারহান আখতার, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস ও জায়রা ওয়াসিম ছাড়াও এই ছবিতে দেখা গিয়েছে রোহিত শরফকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর