ভারতীয় সংষ্কৃতি ভুলে গিয়েছেন! দেবী কালীর ছবি আঁকা জ‍্যাকেট পরে বিতর্কের মুখে প্রিয়াঙ্কা

বাংলাহান্ট ডেস্ক: দেবী কালীর (kali) ছবি আঁকা জ‍্যাকেট পরে নেটজনতার রোষের শিকার হলেন প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra)। ফ‍্যাশন দেখাতে গিয়ে দেবদেবীদের অপমান করছেন বলে অভিনেত্রীর নিন্দায় মুখর হয়েছে নেটিজেনদের একাংশ।  হলিউডে গিয়ে ভারতীয় সংষ্কৃতি ভুলে গিয়েছেন প্রিয়াঙ্কা, এমনি অভিযোগ তুলেছেন তারা।

বেশ কয়েক বছর আগেই হলিউডে পাড়ি জমিয়েছেন প্রিয়াঙ্কা। এখনো তেমন কোনো বড় তারকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে না পারলেও বেশ জনপ্রিয়তা পেয়ে গিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি ফ‍্যাশন দুনিয়াতেও বেশ জনপ্রিয় নাম প্রিয়াঙ্কা। কিন্তু ফ‍্যাশন সেন্স দেখাতে গিয়ে বহুবার ট্রোলের শিকার হতে হয়েছে পিগিকে।

495755 afp priyanka chopra new pic
এবারেও তেমনি ঘটনা হয়েছে। সম্প্রতি প্রিয়াঙ্কার একটি ফ‍্যানপেজ থেকে শেয়ার করা হয় একটি ছবি। এই ছবিকে ঘিরেই যত গণ্ডগোল। ছবিতে স্বামী নিকের হাত ধরে হাঁটছেন প্রিয়াঙ্কা। কিন্তু অভিনেত্রীর পোশাকটাই নজর কেড়েছে সবার। প্রিয়াঙ্কার জ‍্যাকেটের পেছনে আঁকা দেবী কালীর মুখ। আর এটা দেখেই ক্ষেপেছেন নেটিজেনরা।

দেবদেবীরা ফ‍্যাশন এর জন‍্য নয়, এমনি কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন নেটিজেনরা। আবার অনেকে বলেছেন বোধ বুদ্ধি হারালে মানুষ এমনি কাণ্ড করে। হলিউডে থেকে প্রিয়াঙ্কা ভারতীয় সংষ্কৃতি ভুলে গিয়েছেন বলেও অভিযোগ করেছেন নেটজনতার একাংশ। তবে এই বিষয়ে কোনো মন্তব‍্যই করেননি প্রিয়াঙ্কা।

https://www.instagram.com/p/COrsXzahvl9/?igshid=14vksufiwgvp3

তবে মার্কিন মুলুকে সংসার পাতলেও ভারতের বিপদের সময়ে পাশেও দাঁড়িয়েছেন প্রিয়াঙ্কা ও নিক। করোনার বিরুদ্ধে লড়াইয়ের জন‍্য একটি তহবিল গঠন করেছেন তাঁরা। গিভ ইন্ডিয়ার সঙ্গে যৌথ উদ‍্যোগে তহবিলটি গঠন করেছেন প্রিয়াঙ্কা। সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একযোগে একটি ভিডিও শেয়ার করেছেন প্রিয়াঙ্কা ও নিক।

সেখানে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, ‘গত কয়েক সপ্তাহে আমরা দেখেছি করোনা কিভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে ও ভয়ঙ্কর প্রভাব ফেলেছে। গোটা ভারতেই প্রভাব বিস্তার করেছে করোনা।’। এরপরেই নিককে বলতে শোনা যায়, এই ভাইরাসের মাত্রাছাড়া সংক্রমণ রুখতে এখনি ব‍্যবস্থা নেওয়া প্রয়োজন। তারকা দম্পতি তাঁদের অনুরাগীদের অনুরোধ জানিয়েছেন এই তহবিলে অনুদান দেওয়ার জন‍্য। এই অর্থ চিকিৎসা সরঞ্জাম ও টিকার ব‍্যবস্থা করতে কাজে লাগানো হবে।


Niranjana Nag

সম্পর্কিত খবর