শুটিংয়ের মাঝে গলা টিপে ধরেছিলেন শাহরুখ! ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান প্রিয়াঙ্কা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: শাহরুখ খান (shahrukh khan) ও প্রিয়াঙ্কা চোপড়াকে (priyanka chopra) নিয়ে বিতর্ক কম হয়নি ইন্ডাস্ট্রিতে। দীর্ঘদিনের প্রেম গৌরি, সংসার সব ভুলে নাকি প্রিয়াঙ্কার পাগল হতে বসেছিলেন শাহরুখ। কিন্তু গৌরি সংসার ভেঙে চলে যাওয়ার হুমকি দেওয়ায় ফিরে কিং খান। এমন গুঞ্জন উড়ে বেড়ায় বলিপাড়ার আকাশে বাতাসে। কিন্তু শাহরুখ প্রিয়াঙ্কার জুটি যে অন‍্যতম হিট জুটি তা অস্বীকার করার উপায় নেই কারোরই।

ডন ও ডন ২ তে দুজনের জুটি নিয়ে রীতিমতো চর্চা হয়েছিল। ছবিতে আন্তর্জাতিক পুলিস অফিসার হওয়ার পাশাপাশি শাহরুখের প্রেমিকা হিসাবেও দেখা গিয়েছিল প্রিয়াঙ্কাকে। চিরদিন নিজেকে শাহরুখের অনুরাগী বলে দাবি করে এসেছেন তিনি। সেখানে তাঁরই নায়িকা হওয়া নিঃসন্দেহে সৌভাগ‍্যের ব‍্যাপার। কিন্তু ছবির একটি দৃশ‍্যের শুটিংয়ের সময় রীতিমতো ভয় পেয়ে গিয়েছিলেন প্রিয়াঙ্কা।


ছবির দৃশ‍্য অনুযায়ী, প্রিয়াঙ্কার গলা টিপে ধরেছিলেন ‘ডন’ শাহরুখ। এদিকে অভিনেত্রী এতটাই ঘাবড়ে যান যে নিজের সংলাপটাই ভুলে গিয়েছিলেন। শুটিং চলছে সেটাই ভুলে গিয়ে সম্পূর্ণ হতবাক হয়ে গিয়েছিলেন তিনি। এই ঘটনার কথা পরে নিজেই স্বীকার করেছিলেন প্রিয়াঙ্কা।

২০০৬ সালে ‘ডন’ ছবিতে একসঙ্গে দেখা যায় দুজনকে। শোনা যায়, তারও আগে থেকে শাহরুখকে পছন্দ করতেন প্রিয়াঙ্কা। ডন এর পর থেকেই ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সম্পর্ক নিয়ে কিছু না বললেও ঘনিষ্ঠ বন্ধুত্বের কথা স্বীকার করেছেন দুজনেই।

শাহরুখ একবার সাক্ষাৎকারে বলেছিলেন, প্রিয়াঙ্কার কাছে তিনি স্টার নন, কো স্টার। এমনকি তাঁর অবিন‍্যস্ত চুল নিজে হাতে প্রিয়াঙ্কা ঠিক করে দেন বলেও জানান অভিনেতা। এই ঘনিষ্ঠতা আরও বাড়ে ‘ডন টু’ ছবির পর থেকে। ঘন ঘন শাহরুখের বাড়ি যাওয়া থেকে শুরু করে বিভিন্ন পার্টি, আইপিএল ম‍্যাচে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যেতে থাকে শাহরুখ ও প্রিয়াঙ্কাকে। পরে একটি সাক্ষাৎকারে পিগি চপস জানিয়েছিলেন, তাঁর প্রাক্তন প্রেমিক একটি জ‍্যাকেট উপহার দিয়েছেন তাঁকে। সেই জ‍্যাকেটই আগে শাহরুখকে পরতে দেখা গিয়েছে।


শোনা যায়, শাহরুখের কথাতেই নিজের জন্মদিনের পার্টিতে পিগি চপসকে আমন্ত্রণ জানান করন জোহর। জানা যায়, সেই পার্টিতে সবার সামনেই প্রিয়াঙ্কার গালে চুম্বন করেছিলেন শাহরুখ। স্বাভাবিক ভাবেই এতটা বাড়াবাড়ি ভাল ভাবে নেননি গৌরি খান।

সবার সামনেই কথা কাটাকাটি হয় শাহরুখ গৌরির। এমনকি প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করলে শাহরুখকে বিবাহ বিচ্ছেদের হুমকিও দেন তিনি। জানা যায়, গৌরির কথাতেই করন জোহর প্রিয়াঙ্কাকে ছবিতে সুযোগ দেওয়া বন্ধ করে দেন। এরপর অবশ‍্য আর মুখোমুখি হননি শাহরুখ প্রিয়াঙ্কা। তবে শোনা যায়, প্রিয়াঙ্কার অসুস্থ বাবার কথা রাখতে গোপনে বিয়েও সেরেছিলেন তাঁরা। পরে অবশ‍্য নিকের সঙ্গে পিগির বিয়েতে শুভেচ্ছাও জানান শাহরুখ।

X