বাড়িতে সদ‍্যোজাত মেয়ে, টাকা রোজগার করতে কাজে ফিরেই মুখ ফাটিয়ে বসলেন প্রিয়াঙ্কা!

বাংলাহান্ট ডেস্ক: সদ‍্য সদ‍্য মেয়ে মালতী মেরি চোপড়া জোনাসকে বাড়ি নিয়ে এসেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra) ও নিক জোনাস। যতই সারোগেসির মাধ‍্যমে মা হন না কেন, সদ‍্যোজাতকে বুকে জড়িয়ে ধরার জন‍্য দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছেন অভিনেত্রী। কিন্তু মা হওয়ার পরপরই প্রিয়াঙ্কার যে ছবি সামনে এসেছে তা দেখে শিউড়ে উঠেছেন নেটনাগরিকরা।

ঠোঁট কেটে গলগলিয়ে রক্ত গড়াচ্ছে প্রিয়াঙ্কার। নাকেও রক্ত, মুখে একাধিক জায়গায় আঘাতের চিহ্ন, রক্তের দাগ। ছলছলে চোখ নিয়েই সেলফি তুলেছেন অভিনেত্রী। এমন হাল হল কীকরে প্রিয়াঙ্কার?

Screenshot 2022 05 19 20 27 41 181 com.instagram.android
পোস্টের ক‍্যাপশনে ‘দেশি গার্ল’ জানিয়েছেন, সবটাই অভিনয়ের জন‍্য। ‘সিটাডেল’ সিরিজের শুটিং করছেন তিনি। আর সেই শুটিংয়ের সেটেই এত কাণ্ড‌। তবে আঘাতগুলো আদৌ আসল নয়। অভিনয়ের খাতিরেই সবটা মেকআপ আর্টিস্টের কামাল। তবে প্রিয়াঙ্কা যে সিরিজটার জন‍্য জান লড়িয়ে দিচ্ছেন তা স্পষ্ট তাঁর মুখের এক্সপ্রেশনেই।

গত সপ্তাহেই হাসপাতাল থেকে মেয়েকে নিয়ে বাড়ি ফিরেছেন প্রিয়াঙ্কা। আর তার দিন কয়েক পরেই কাজে যোগ দিয়েছেন তিনি। অপরিণত অবস্থায় নির্ধারিত সময়ের আগেই জন্ম হয়েছিল মালতীর। কিন্তু মেয়েকে বাড়িতে ফেলেই কাজে ফিরে এসেছেন প্রিয়াঙ্কা।

https://www.instagram.com/p/CdrnsGEtKeV/?igshid=YmMyMTA2M2Y=

মাদার্স ডের দিন মেয়ে মালতীকে প্রকাশ‍্যে আনেন প্রিয়াঙ্কা। সঙ্গে একটি লম্বা আবেগঘন বার্তাও দেন তিনি। প্রিয়াঙ্কা লেখেন, ‘এই মাদার্স ডে তে গত কয়েক মাসের উত্থান পতনের কথা মনে পড়ছে। তবে আমরা এখন জানতে পারছি আরো অনেকেরই এমন অভিজ্ঞতা হয়েছে। ১০০ রও বেশিদিন হাসপাতালে কাটানোর পর আমাদের ছোট্ট মেয়ে অবশেষে বাড়ি ফিরল।’

প্রিয়াঙ্কার বোন পরিণীতি চোপড়াও জানিয়েছিলেন, ওই কটা দিন হাসপাতালে পড়ে যোদ্ধার মতো লড়াই করেছেন অভিনেত্রী। মেয়েকে সুস্থ ভাবে বাড়ি ফিরিয়ে এনে তারপরেই নিজে নিশ্চিন্ত মনে কাজে যোগ দিয়েছেন প্রিয়াঙ্কা।

Niranjana Nag

সম্পর্কিত খবর