১০০ দিন পর কাছে পেলেন মেয়েকে, সদ‍্যোজাতর প্রথম ছবি শেয়ার করলেন মালতীর মা প্রিয়াঙ্কা

বাংলাহান্ট ডেস্ক: গতকাল ছিল মাদার্স ডে (Mothers Day)। মা দের জন‍্য বিশেষ এক দিন। সবার সঙ্গে সেলেবরাও উদযাপন করেছেন মাদার্স ডে। কয়েকজন সদ‍্য মা হয়েছেন, কয়েকজন আবার ভবিষ‍্যতে মাতৃত্বের স্বাদ উপভোগ করতে চলছেন শীঘ্রই। মাস দুয়েক আগেই ঘরে নতুন সদস‍্য আসার কথা ঘোষনা করেছিলেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস (Priyanka Chopra Jonas)।

সারোগেসির মাধ‍্যমে কন‍্যা সন্তানের মা হয়েছেন পিগি। তবে সুখবরের বার্তায় সন্তানের লিঙ্গ, নাম কিছুই শেয়ার করেননি তিনি। তবে শোনা গিয়েছিল  মেয়ের নাম তাঁরা রেখেছেন মালতী মেরি চোপড়া জোনাস (Malti Marie Chopra Jonas)। এবার মাদার্স ডে উপলক্ষে পুঁচকে মালতীর ছবি শেয়ার করলেন প্রিয়াঙ্কা।

priyanka chopra nick jonas1
ছবিতে দেখা যাচ্ছে, সন্তানকে বুকে আঁকড়ে ধরে রেখেছেন অভিনেত্রী। হালকা গোলাপি রঙের জামা পরানো আর মাথায় একটা বো হেয়ার ব‍্যান্ড বাঁধা সদ‍্যোজাতর। পাশে বসে সন্তানের একটা হাত নিজের হাতের মধ‍্যে ধরে এক দৃষ্টে মেয়ের দিকে তাকিয়ে রয়েছেন নিক জোনাস‌।

প্রিয়াঙ্কা লিখেছেন, ‘এই মাদার্স ডে তে গত কয়েক মাসের উত্থান পতনের কথা মনে পড়ছে। তবে আমরা এখন জানতে পারছি আরো অনেকেরই এমন অভিজ্ঞতা হয়েছে। ১০০ রও বেশিদিন হাসপাতালে কাটানোর পর আমাদের ছোট্ট মেয়ে অবশেষে বাড়ি ফিরল।’

প্রিয়াঙ্কা আরো লিখেছেন, প্রতিটি পরিবারের সফর আলাদা। তাঁদের গত কয়েকটা মাস খুব টালমাটাল পরিস্থিতির মধ‍্যে দিয়ে কেটেছে। কিন্তু এখন প্রিয়াঙ্কা বুঝতে পারছেন, প্রতিটি মুহূর্তই খুব দামী। তবে এখন তাঁদের সন্তান তাঁদের কাছে বাড়িতে ফিরে এসেছে। এই মুহূর্ত থেকেই নতুন চ‍্যাপ্টার শুরু হল প্রিয়াঙ্কা নিকের জীবনে। সমস্ত চিকিৎসক ও নার্সদেরও ধন‍্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

https://www.instagram.com/p/CdTr_YnvMkp/?igshid=YmMyMTA2M2Y=

আন্তর্জাতিক সংবাদ মাধ‍্যম সূত্রে খবর, ১৫ জানুয়ারি সান ডিয়েগোতে জন্ম হয় নিক প্রিয়াঙ্কার সন্তানের। অভিনেত্রী অবশ‍্য সুখবরটা দেন ২২ জানুয়ারি মধ‍্যরাতে। তিনি লিখেছিলেন, ‘আমরা খুব আনন্দ সহকারে জানাচ্ছি যে আমরা সারোগেসির মাধ‍্যমে সন্তান নিয়েছি। এই বিশেষ সময়ে আমরা সম্মানের সঙ্গে গোপনীয়তা প্রার্থনা করছি, কারণ আমরা পরিবারকে সময় দিতে চাই। অনেক ধন‍্যবাদ।’

মেয়ের নাম তাঁরা রেখেছেন মালতী মেরি চোপড়া জোনাস। মালতী হল এক ধরনের ফুলের নাম। উল্লেখ‍্য, প্রিয়াঙ্কার মায়ের নাম মধুমালতী। তাই মায়ের নামেই নিজের মেয়ের নাম রেখেছেন অভিনেত্রী।

Niranjana Nag

সম্পর্কিত খবর