গর্ভ ভাড়া নিয়ে হয়েছেন মা, তবুও আগেভাগেই এই কাজটা সেরে রেখেছিলেন প্রিয়াঙ্কা

বাংলাহান্ট ডেস্ক: শুধুমাত্র এক বলিউড অভিনেত্রী থেকে আজ গ্লোবাল আইকন হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আন্তর্জাতিক স্তরে দেশের মুখ উজ্জ্বল করছেন তিনি। তবে শুধু অভিনেত্রী নন, প্রিয়াঙ্কা একজন মা-ও। বেশি বয়সে সারোগেসির মাধ্যমে মেয়ে মালতী মেরির জন্ম দেন তিনি। তবে এত বেশি বয়সে মা হওয়ার জন্য খোঁটা কম সহ্য করতে হয়নি তাঁকে।

বেশি বয়সে মা হওয়ার জন্য স্বাস্থ্যের কথা চিন্তা করে সারোগেসির সাহায্য নিয়েছিলেন তিনি। তবে প্রিয়াঙ্কা সম্প্রতি বলেন, তিনি ৩০ বছরেই নিজের ডিম্বাণু সংরক্ষণ করে রেখে দিয়েছিলেন। এর জন্য একটা যন্ত্রণাময় পদ্ধতির মধ্যে দিয়ে যেতে হয়েছিল অভিনেত্রীকে। এক মাস ধরে শরীরে ছুঁচ ফোটানোর ব্যথা সহ্য করতে হয়েছিল তাঁকে। সেই সময়টার স্মৃতিই সম্প্রতি শেয়ার করেন প্রিয়াঙ্কা।

nick priyanka 1

অভিনেত্রী জানান, ৩০ বছরের শুরুর দিকেই তিনি ডিম্বাণু সংরক্ষণ করে রাখার সিদ্ধান্ত নেন। বিষয়টা যে বেশ ব্যয়সাপেক্ষ সেটাও উল্লেখ করেন তিনি। সেই সঙ্গে গোটা পদ্ধতিটায় শারীরিক যন্ত্রণা পাওয়ার কথাও জানাতে ভোলেননি তিনি। প্রিয়াঙ্কা জানান, তিনি চেয়েছিলেন তাঁর অবর্তমানে তাঁর শরীরের অংশ থেকে সৃষ্ট একটা মানুষ এই পৃথিবীতে থেকে যাক। কিন্তু মনের মতো জীবনসঙ্গী কবে পাবেন তার কোনো নিশ্চয়তা না থাকায় এই পদ্ধতিটা বেছে নেন তিনি।

প্রসঙ্গত, ২০২২ এর শুরুতেই মালতীর জন্মের সুখবর দেন প্রিয়াঙ্কা। সারোগেসির মাধ্যমে মা হন তিনি। সময়ের আগে ভূমিষ্ঠ হওয়ায় অনেক দিন ধরেই আইসিইউতে রাখতে হয়েছিল সদ্যোজাতকে। মাস খানেক আগে মেয়ের মুখ প্রথম বার প্রকাশ্যে আনেন প্রিয়াঙ্কা।

আমেরিকাতেই জন্ম হয়েছে মালতীর। তবে মায়ের সূত্রে তার শরীরেও বইছে ভারতীয় রক্ত। এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা নিজের মেয়েকে নিয়ে মুখ খোলেন। তিনি জানান, এটাই প্রথম বার ভারতে আসা মালতীর। তাকে দেখতে জোনাসদের মতো হলেও মন থেকে কিন্তু পাক্কা চোপড়া হয়েছে তাঁর মেয়ে।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর