বাংলাহান্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী থেকে গ্লোবাল আইকন হয়ে উঠেছেন প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। বিশ্বসুন্দরীর প্রতিযোগিতা জেতার হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। প্রথম সারিতে উঠে আসতে বেশি সময় লাগেনি তাঁর। সেখান থেকে হলিউডে পাড়ি দেন প্রিয়াঙ্কা। প্রথমে মিউজিক ভিডিও আর তারপর একে একে সিরিজ, সিনেমায় সুযোগ পান তিনি।
চলতি বছরে বিবিসির ‘১০০ ওমেন’ এর তালিকায় মাত্র চার জন ভারতীয়দের মধ্যে অন্যতম প্রিয়াঙ্কা। হলিউডে অচিরেই নিজের জায়গা পাকা করে ফেলেছেন তিনি। কিন্তু প্রিয়াঙ্কার অভিযোগ বলিউড নিয়ে। হলিউডে তিনি যোগ্য সম্মান পেলেও নিজের দেশের ইন্ডাস্ট্রিতেই নাকি অবহেলিত হয়েছেন বলে অভিযোগ করেছেন দেশি গার্ল। বলিউডে নাকি নারী পুরুষের মধ্যে ভেদাভেদ করা হয়। নায়কদের সমান পারিশ্রমিক পান না নায়িকারা।
এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, বলিউডে কখনো অভিনেতাদের সমান পারিশ্রমিক পাননি তিনি। নিজের ছবির নায়কদের পারিশ্রমিকের মাত্র ১০ শতাংশ পেতেন তিনি। নায়ক নায়িকাদের মধ্যে পারিশ্রমিকের ফারাকটা অত্যন্ত বেশি। এখনো পর্যন্ত অনেক মেয়েই এই বিষয়টা সহ্য করে পড়ে রয়েছে। প্রিয়াঙ্কা বলেন, এখনো যদি বলিউডে কাজ করেন তাহলে তিনিও হয়তো মানিয়ে নেবেন।
তিনি জানান, সমান পারিশ্রমিকের দাবি তাঁরাও করেছিলেন। কিন্তু কোনো লাভ হয়নি। এখানেই শেষ নয়। প্রিয়াঙ্কা বলেন, সেটে নায়িকাদের সঙ্গে ব্যবহারও খুব একটা ভাল করা হত না। অভিনেতারা সবসময় দেরি করে আসতেন। আর তাদের জন্য অভিনেত্রীদের ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে বসে থাকতে হত। বরং হলিউডে ব্যাপারটা একেবারেই অন্য রকম, প্রশংসায় পঞ্চমুখ প্রিয়াঙ্কা।
প্রসঙ্গত, আগামীতে হলিউডে সিটাডেল ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে। বলিউডেও একটি প্রোজেক্ট রয়েছে তাঁর। আলিয়া ভাট এবং ক্যাটরিনা কাইফের সঙ্গে ‘জি লে জারা’ ছবিতে দেখা যাবে প্রিয়াঙ্কাকে।