প্রিয়াঙ্কা টু সোহা, বয়সে ছোট পুরুষদের মন দিয়েছেন এই ৫ বলি অভিনেত্রীরা

সইফ আলি খান এবং অমৃতা সিং একসময় বলিউডের জনপ্রিয় জুটি ছিলেন। ভিন্ন ধর্মাবলম্বী হওয়ায় তাঁরা শুধু খবরে ছিল না, তাঁদের মধ্যে বয়সের ব্যবধান ছিল ১২ বছরের। সাইফ আলি খান এবং অমৃতা সিং ১৯৯১ সালে বিয়ে করেন। যদি রিপোর্ট বিশ্বাস করা হয়, তাঁরা দুজনেই তাদের পরিবারের ইচ্ছার বিরুদ্ধে বিয়ে করেছিলেন। সেই সময় অমৃতার কেরিয়ার তুঙ্গে ছিল, সাইফ আলি খান তখন ডেবিউ করেননি। মনে করা হয় তাঁদের মধ্যে ১২ বছরের ব্যবধান ছিল, যা সেই সময়ে সাধারণ ছিল না।

তালিকায় রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়াও (Priyanka Chopra)। নিজের থেকে ১০ বছরের ছোট নিককে বিয়ে করেন তিনি। বর্তমানে বলিউডের থেকে বেশ কিছুটা দূরেই থাকেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। সম্প্রতি হলিউডের এক সিনেমায় অভিনয় করে ফের নাম কমিয়েছেন প্রিয়াঙ্কা। তালিকায় রয়েছেন দেবীর মাও। অর্থাৎ বিপাশাই। বেশ কয়েক বছর আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিপাশা ও করণ। আজ তাঁরাও সুখে সংসার করছেন তিনি। করণের থেকে বয়সে বিপাশা চার বছরের ছোট।

   

Priyanka Chopra

নিজের থেকে ১০ বছরের ছোট নিককে বিয়ে করেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)

তালিকায় রয়েছেন সুস্মিতা সেনও। রহমান শলের সঙ্গে প্রেমে মজে ছিলেন সুস্মিতা। তবে জানেন কি তাঁর থেকে বয়েসে কতটা বড় সুস্মিতা? শোনা যায় সুস্মিতার থেকে ১৬ বছরের ছোট তিনি। এছাড়াও বলব সোহা আলি খানের কথা। তিনিও বয়েসে ছোট প্রেমিকের গত ধরেছিলেন। কুণাল খেমুর থেকে বয়সে অনেকটাই বড় তিনি। সোহা ও করণের বয়সের পার্থক্য ৫ বছরের। বর্তমানে তাঁদের একটি মেয়েও রয়েছে।

উপরিউক্ত তালিকায় এমন কিছু বলি তারকাদের নাম উল্লেখ করা রয়েছে যাঁরা নিজেদের থেকে বড় বয়সী প্রেমীদের হাত ধরেছেন। প্রিয়াঙ্কা টু সোহা, সমাজের প্রাচ্য ধারণাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেদের পথে এগিয়ে গিয়েছেন তাঁরা। প্রমাণ করেছেন ভালোবাসার বয়সের কোনও সীমারেখা থাকে না। বয়স শুধুমাত্র একটি সংখ্যা মাত্র।

Pousali Chakraborty
Pousali Chakraborty

সংবাদের প্রতি টানে ব্রেকিংয়ের দুনিয়ায় পা দেওয়া পৌষালীর। দর্শন নিয়ে স্নাতকে এগোলেও পরবর্তী পথ চলাটা খবরের দিকে ঘুরে যায়। জীবনে আসে যাদবপুর থেকে পড়ার অল্প সময়ের সুযোগ। টলিপাড়ায় উঁকি দেওয়া থেকে বাইশ গজের পিচে কার ঝুলিতে কত রান, দুই দিকেই নজর ঘোরাতে ভালোবাসেন পৌষালী। পর্দার অনুষ্কা-মাঠের বিরাট দু'জনের খবর সমান তালে রাখার চেষ্টা করে। অবসর সময় কাটে নাচ, বই, ম্যাগাজিনে চোখ বুলিয়ে।

সম্পর্কিত খবর