স্বামীর সঙ্গে ধূমপানের ছবি শেয়ার প্রিয়াঙ্কার! নেটিজেনদের কটাক্ষ, এখন শ্বাসকষ্ট হয় না?

বাংলাহান্ট ডেস্ক: ধূমপানের জন‍্য ফের ট্রোলড হলেন প্রিয়াঙ্কা চোপড়া (priyanka chopra)। কয়েক বছর আগে স্বামী নিক জোনাস ও মা মধু চোপড়ার সঙ্গে বসে ধূমপানের ছবি শেয়ার করায় তুমুল সমালোচিত হয়েছিলেন ‘দেশি গার্ল’। এমনকি তাঁর শ্বাসকষ্টের সমস‍্যার সত‍্যতা নিয়েও প্রশ্ন উঠেছিল। সেই প্রিয়াঙ্কা যে শোধরাননি তা তাঁর সাম্প্রতিক ছবি দেখেই বোঝা গেল।

নতুন বছরকে স্বাগত জানিয়ে কয়েকটি ছবি শেয়ার করেছেন প্রিয়াঙ্কা। সমুদ্রের মাঝে বিলাসবহুল ক্রুজে ভাসতে দেখা গিয়েছে দুজনকে। বিচ্ছেদের জল্পনা উড়িয়ে দিব‍্যি একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে নিক প্রিয়াঙ্কাকে। এর মধ‍্যে একটি ছবিতে নিকের হাতে সিগারও দেখা গিয়েছে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ।

6 1
আসলে একাধিক বার প্রিয়াঙ্কা দাবি করেছেন যে অ্যাজমা আক্রান্ত। দিওয়ালির আগে আগে তিনি অনুরোধ করেন বাজি ফাটিয়ে দূষণ না ছড়াতে। এতে তাঁর মতো অ্যাজমা রোগীদের শ্বাস নিতে সমস‍্যা হয়। অথচ প্রিয়াঙ্কারই শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে, নিক তাঁর পাশেই বসে ধূমপান করছেন। এতে কোনো সমস‍্যা হচ্ছে না তাঁর? প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

https://www.instagram.com/p/CYP7OEcNOVO/?utm_medium=copy_link

বছর কয়েক আগেই হাতে সিগারেট নিয়ে পোজ দিয়েছিলেন প্রিয়াঙ্কা। মেয়ে জামাইয়ের সঙ্গে ধূমপান করতে দেখা গিয়েছিল অভিনেত্রীর মা মধু চোপড়াকেও। বিষয়টা নিয়ে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন প্রিয়াঙ্কা। কয়েকজন প্রশ্ন তুলেছিলেন, অভিনেত্রীর অ্যাজমা কি শুধু দিওয়ালির সময়েই হয়?

পরবর্তীকালে ‘হোয়াইট টাইগার’ এর শুটিংয়ের সময় দিল্লির বায়ুদূষণ নিয়ে প্রশ্ন তুলেও কটাক্ষের শিকার হয়েছিলেন প্রিয়াঙ্কা। পরিবেশ দূষণ নিয়ে যখন তিনি এতই সচেতন তবে নিজের বিয়ের সময়ে দেদারে বাজি ফাটিয়েছিলেন কেন? যদিও নেটিজেনদের এই প্রশ্নের কোনো সদুত্তর দিতে পারেননি প্রিয়াঙ্কা।

Niranjana Nag

সম্পর্কিত খবর