সাতটি পেল্লাই সাইজের ১৪০ ক্যারাটের হীরে! বিশ্বের অন্যতম দামী গয়নায় ঝলমল করলেন প্রিয়াঙ্কা, দাম কত জানেন?

বাংলাহান্ট ডেস্ক : গ্লোবাল আইকন হওয়ার সঙ্গে সঙ্গে ফ্যাশন গেমও অনেক উন্নত হয়েছে প্রিয়াঙ্কার চোপড়ার (Priyanka Chopra)। বর্তমানে হলিউডের একজন পরিচিত নাম তিনি। সেই সঙ্গে আন্তর্জাতিক ক্ষেত্রে অন্যতম ফ্যাশনেবল তারকা হিসেবেও খ্যাতি পেয়েছেন প্রিয়াঙ্কা। ভারতীয় ট্র্যাডিশন মেনে শাড়ি হোক কিংবা ডিজাইনার ওয়েস্টার্ন পোশাক, নিজের রুচি, পছন্দ দিয়ে বারবার নজর কেড়ে নেন অভিনেত্রী। এবারে সকলের নজর আটকেছে প্রিয়াঙ্কার (Priyanka Chopra) গলায় এক অপরূপ সুন্দর নেকলেসের দিকে।

আন্তর্জাতিক ব্র্যান্ডের গয়না পরলেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)

হলিউড ইন্ডাস্ট্রিতে নিজের পাকাপাকি ভাবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হয়েছেন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। মাঝে মাঝেই বিভিন্ন খ্যাতনামা ইভেন্টে উপস্থিত থাকতে দেখা যায় তাঁকে। বিভিন্ন আন্তর্জাতিক ব্র্যান্ডের মুখও তিনি। এর মধ্যে অন্যতম ইতালীয় লাক্সারি ব্র্যান্ড ‘বুলগারি’। ২০২১ সালে এই আন্তর্জাতিক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ঘোষিত হন তিনি।

Priyanka Chopra wore one of the most expensive necklace

নজর কাড়ল গলার নেকলেস: আন্তর্জাতিক ব্র্যান্ডটির বিভিন্ন ইভেন্ট চোখ ধাঁধানো গয়নায় নজর কাড়েন প্রিয়াঙ্কা (Priyanka Chopra)। সম্প্রতি বুলগারির ১৪০ তম অ্যানিভার্সারি ইভেন্টে উপস্থিত ছিলেন অভিনেত্রী। সাদা কালো অফ শোল্ডার গাউনে দেখা গেল তাঁকে। তবে পোশাক ছাপিয়ে যা সবথেকে বেশি নজর কাড়ল, তা হল তাঁর গলার অপরূপ সুন্দর নেকলেসটি। বর্তমানে বিশ্বের সবথেকে দামী গয়নাগুলির মধ্যে এটি অন্যতম বলে জানা যাচ্ছে। কিন্তু এর বিশেষত্ব কী?

আরও পড়ুন : বড়দিনের আগেই ঘোর বিপদ! পর্যটকে ঠাসা আইফেল টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড

গয়নাটির বিশেষত্ব কী: ব্র্যান্ডের ওয়েবসাইট বলছে, এটি হল ‘The Serpenti Aeterna Necklace’। বুলগারির এক্সক্লুসিভ রোমান রোমান কালেকশনের অন্যতম গয়না এটি। সাতটি বড় আকারের হীরে রয়েছে এই নেকলেসে। প্রতিটি ১৪০ ক্যারাটের। সঙ্গে আরো ৬৯৮ টি ছোট ছোট হীরে দিয়ে একটি থ্রিডি ওয়েভ ডিজাইন দেওয়া হয়েছে নেকলেসটিকে। এই ছোট আকারের হীরে গুলির মোট ওজন ৬১.৮১ ক্যারাট।

আরও পড়ুন : পুলিশি মদতে ভারতে মাদক পাচারের ব্যবসা! মাস্টারমাইন্ডকে হত্যা করল বিষ্ণোই গ্যাং

এখন প্রশ্ন হল, এই নেকলেসটির দাম কত? রিপোর্ট বলছে, এই নেকলেসটির মূল্য ৪০ মিলিয়ন ইউরো, অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৩৫৪ কোটি টাকা। সমগ্র বিশ্বে সবথেকে দামী গয়নাগুলির মধ্যে এটি অন্যতম বলে প্রকাশ রিপোর্টে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর