রাস্তায় বেরিয়ে খিদের জ্বালায় ঘুমিয়েই পড়লেন প্রিয়াঙ্কা! কোথায় ঘটলো এমন ঘটনা?

Published On:

বাংলাহান্ট ডেস্ক : শনিবার ছিল ঈদ উৎসব। আর এই বিশেষ দিনে ঝলমলে আলোয় সেজে উঠেছিল গোটা কলকাতা শহর। প্রতিবছরের ন্যায় চলতি বছরও আলোর রোশনায় সেজেছিল জাকারিয়া স্ট্রিট (Zakaria Street)। রাস্তার ধারে রকমারি খাবারের পসরা সাজিয়ে বসেন ব্যবসায়ীরা। ঈদ উপলক্ষ্যে এই এলাকায় ভিড় জমান সাধারণ মানুষ। সেই তালিকা থেকে বাদ থাকলে না টেলি (Tollywood) অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার (Priyanka Sarkar)।

টলিউড জগতের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও চুটিয়ে অভিনয় করছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও ভীষণ সক্রিয় এই অভিনেত্রী। তিনি ভালোবাসেন বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়াতে।

Priyanka Sarkar

বন্ধুদের সঙ্গে নিয়ে জাকারিয়া স্ট্রিট ঘুরতে বেরিয়ে ছিলেন প্রিয়াঙ্কা। অভিনেত্রীর পরনে ছিল সাদা রঙের সালোয়ার এবং মুখে ছিল মাস্ক। এদিন বন্ধুদের সঙ্গে বেশ মজা করতে দেখা যায় প্রিয়াঙ্কাকে। ঘুরে দেখেন জামার দোকান। চেখে দেখলেন নানান সুস্বাদু খাবার। এই প্রথমবার ঈদ উপলক্ষে জাকারিয়া স্ট্রিটে পৌঁছেছিলেন অভিনেত্রী।

Priyanka Sarkar

ঘোরাফেরা খাওয়া-দাওয়া সবই ছিল ঠিকঠাক। তবে নেট মাধ্যমে সারা ফেলেছে অভিনেত্রীর অন্য এক ভিডিও। যা নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে সামাজিক মাধ্যমে। আসলে জাকারিয়া স্ট্রিটের একটি দোকানে খাবার অর্ডার করেছিলেন অভিনেত্রী। তবে সেখানে ভীষণ ভিড় থাকায় বেশ খানিকটা সময় লেগে যায় খাবার আসতে। অপেক্ষা করতে না পেরে ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে পড়েন প্রিয়াঙ্কা। নেট মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে অভিনেত্রীর এই ভিডিও।

 

View this post on Instagram

 

A post shared by Priyanka Sarkar (@priyankasarkarz)

উল্লেখ্য, সদ্যই মুক্তি পেয়েছে প্রিয়াঙ্কা সরকার অভিনীত ছবি ‘বিবাহ অভিযান ২’ এর ট্রেলার। জনপ্রিয় এই অভিনেত্রীর অভিনয় দেখে মুগ্ধ তাঁর অনুরাগীরা। অনেকেই মন ভরে করেছেন প্রশংসা। এছাড়াও জানা যাচ্ছে ‘নটী বিনোদিনীর’ ভূমিকায় দেখা পাওয়া যাবে জনপ্রিয় এই অভিনেত্রীর। প্রিয় অভিনেত্রীকে নতুন রূপে দেখতে মুখিয়ে রয়েছেন অনুরাগীরা।

X