বাংলাহান্ট ডেস্ক : প্যালেস্টাইনের পর বাংলাদেশ। কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) ব্যাগের প্রসঙ্গ নিয়ে নিত্যদিন চলছে বিতর্ক। সোমবার প্যালেস্টাইন লেখা ব্যাগ নিয়ে সংসদে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা। তা নিয়ে বিজেপি কটাক্ষ করতেই মঙ্গলবার ভোল বদল সাংসদের। একই সঙ্গে ব্যাগ বদলও বটে। এবার বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে এলেন প্রিয়াঙ্কা (Priyanka Gandhi), যা নিয়ে আবারো শুরু হয়েছে চর্চা।
প্যালেস্টাইনের পর প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) ব্যাগে বাংলাদেশ
মঙ্গলে বাংলাদেশ লেখা ব্যাগ নিয়ে সংসদে প্রবেশ করেন প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। সেখানে লেখা, হিন্দু এবং খ্রিস্টানদের পাশে থাকুন। প্রতিবেশী দেশে মহম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে যেভাবে নির্বিচারে সংখ্যালঘুদের উপরে অত্যাচার চলছে, তার বিরোধিতা করেই এই অভিনব বার্তা প্রিয়াঙ্কার (Priyanka Gandhi)। তাঁর দেখাদেখি কংগ্রেসের অন্য সাংসদরাও বাংলাদেশ ইস্যু লেখা ব্যাগ নিয়ে বিক্ষোভ দেখান সংসদের বাইরে।
বাংলাদেশ ইস্যুতে সংসদে সওয়াল প্রিয়াঙ্কার: পাশাপাশি সোমবার সংসদের শীতকালীন অধিবেশনে প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) বক্তৃতাতেও উঠে আসে বাংলাদেশের সংখ্যালঘু প্রসঙ্গ। পড়শি দেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারের যে অভিযোগগুলি উঠছে তার বিরুদ্ধে কেন্দ্রকে পদক্ষেপ নেওয়ার জন্য চাপ দেওয়ার পাশাপাশি বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকার সঙ্গে কূটনৈতিক আলোচনার প্রস্তাবও তিনি রেখেছেন কেন্দ্রের কাছে।
আরো পড়ুন : ভিন ধর্মে বিয়ে, এদিকে রামায়ণের শিক্ষা নেই, সোনাক্ষীকে আক্রমণ করতেই মুকেশের উপরে খাপ্পা শত্রুঘ্ন
গাজায় ইজরায়েলি হামলায় মৃত বহু: প্রসঙ্গত, সম্প্রতি গাজা এবং প্যালেস্টাইনের ভূখণ্ড ওয়েস্ট ব্যাঙ্কে লাগাতার হামলা এবং গ্রাউন্ড অপারেশন চালানোর অভিযোগ উঠেছে ইজরায়েলের বিরুদ্ধে। রিপোর্ট অনুযায়ী, এতে প্রায় ৫০ হাজার মুসলিম মারা গিয়েছেন, যাদের মধ্যে অনেক নিরপরাধ সাধারণ মানুষ, মহিলা এবং শিশুও রয়েছে। গত ৭ ই অক্টোবরে গাজা থেকে ইজরায়েলের উপরে হামাসের হামলার জবাবেই আসে এই পালটা আঘাত।
আরো পড়ুন : বাংলাদেশে ICU-তে ভর্তি চিন্ময়কৃষ্ণের আইনজীবী, সরকার মুখ ফেরাতেই দাদাকে বাঁচাতে করুণ আর্তি বোনের
তারপরেই প্যালেস্টাইনে নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে প্রিয়াঙ্কার (Priyanka Gandhi) ওই ব্যাগ নিয়ে সংসদে আসাকে ‘তোষণমূলক রাজনীতি’র তকমা দেয় বিজেপি। এমনভাবে দেশপ্রেমের বার্তা কংগ্রেসকে দিতে দেখা যায় না বলেও সুর চড়িয়েছিল গেরুয়া শিবির। কটাক্ষের পরেই সোমবার প্রিয়াঙ্কার ব্যাগের বিষয় বদলাল প্যালেস্টাইন থেকে বাংলাদেশে।