বাংলা হান্ট ডেস্ক : ফোনে আড়ি পাতছে ইসরায়েলি প্রযুক্তিতে তৈরি পেগাসাস নামে একটি স্পাইওয়্যার,এমনটাই অভিযোগ তুলে কেন্দ্রকে কাঠগোড়ায় তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পেগেসাস স্পাইওয়ারের মাধ্যমে হোয়াট্স অ্যাপ ও ফোনে শুধুমাত্র মুখ্যমন্ত্রী নন, অন্যান্য রাজনীতি বিদ্, সাংবাদিক ও আইনজীবিদের ফোনেও আড়ি পাতা হচ্ছে বলে অভিযোগ উঠেছিল। দেশের মোট প্রথম সারির 12 জন বিশিষ্ট ব্যক্তিদের ফোনে এভাবে আড়ি পাতা হয়েছে বলে অভিযোগ তোলা হয়েছিল এবার সেই সমস্যায় পড়লেন জাতীয় কংগ্রেস দলের সদস্য প্রিয়ঙ্কা গান্ধী। জানা গিয়েছে প্রিয়াঙ্কা গান্ধীর ফোনেও নাকি এভাবে আড়ি পাতা হয়েছে।
রবিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে কংগ্রেসের তরফ থেকে এমন অভিযোগ তোলা হয়েছে। জানা গিয়েছে কংগ্রেসের অন্যতম বিশিষ্ট নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর ফোনে নাকি একটি হ্যাকিং মেসেজ এসেছিল। যদিও প্রথমে তা গুরুত্ব দেননি তিনি। কিন্তু পরে সুরজেওয়ালা প্রিয়ঙ্কাকে ওই ধরনের একটি মেসেজ পাঠিয়ে সতর্ক করতেই মেসেজটি চিনে ফেলেন প্রিয়ঙ্কা আর তারপরেই পুরো বিষয়টি তিনি বুঝতে পারেন।
Randeep Surjewala, Congress: When WhatsApp sent messages to all those whose phones were hacked, one such message was also received by Priyanka Gandhi Vadra. pic.twitter.com/yIulj78GeY
— ANI (@ANI) November 3, 2019
এখনও অবধি বিশ্বজুড়ে মোট 1400 জনের ফোনে আড়ি পেতে তথ্য চুরি করছে ওই ইসরায়েলি স্পাইঅয়্যারটি।সুরজেওয়ালা বলেন, গত ১২ সেপ্টেম্বর ফেসবুকের ভাইস প্রসিডেন্টের সঙ্গে সাক্ষাত করেন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী। কিন্তু ফোনে আড়িপাতা নিয়ে কোনও কথাই তোলেননি। এই স্পাই ওয়্যার সকলের ফনে ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের শুরু থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই তথ্য় চুরির অভিযোগ এনেছিলেন। এরপর শনিবার দিনই তিনি আবারও ইজরায়েলি স্পাইওয়্যারটির আক্রমন নিয়ে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। যদিও তাঁকে পাল্টা দিয়েছেন কৈলাস বিজয় বর্গীয়র। মমতার কেন্দ্রকে কাঠগোড়ায় তোলা নিয়ে কৈলাশ মুখ্যমন্ত্রীকে পাল্টা তোপ দেগেছেন।