থলে ভর্তি গয়না থেকে পেল্লাই প্যালেস! কী নেই! কাঁড়ি কাঁড়ি টাকার মালকিন প্রিয়াঙ্কা গান্ধী! হিসেব জানেন?

বাংলাহান্ট ডেস্ক : গান্ধী পরিবারের অন্যতম সদস্য প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। রাহুল গান্ধীর কন্যা তিনি। রাজনীতির মঞ্চে তিনিও অন্যতম জনপ্রিয় মুখ। রাজনীতিকে সঙ্গে করে বড় হয়ে ওঠা। তাই মাঠে ময়দানে ঠিক কোন চালে প্রতিদ্বন্দ্বীদের কুপোকাত করতে হয় সেকথাও বেশ জানা। আর এবার লোকসভা উপনির্বাচনে তিনি ওয়েনাড়ের প্রার্থী। সামনেই রয়েছে উপনির্বাচন। জোর কদমে চলছে প্রস্তুতি। এখন প্রশ্ন রাজনীতি তো বেশ ভালোই করেন, বহু বছর ধরে এই পেশার সাথেও যুক্ত!

তাহলে এত বছরে তিনি ঠিক কত টাকা কামিয়েছেন? লক্ষ্মীর ভাণ্ডার কত টাকায় ভর্তি? বুধবার একটি রোড শোতে অংশগ্রহণ করেন গান্ধী তনয়া প্রিয়াঙ্কা গান্ধী। এরপরই কেরলের ওয়েনাড়ের লোকসভার উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী হিসেবে প্রিয়াঙ্কা গান্ধী বঢ়রা নির্বাচন কমিশনের কাছে সম্পত্তির হলফনামা পেশ করেন। শুধু তিনি নিজের একার নন, একই সাথে তাঁর ব্যবসায়ী স্বামী রবার্ট বঢ়রারও হলফনামা পেশ করেছেন। সেই সূত্রে প্রকাশ্যে এসেছে প্রিয়াঙ্কা গান্ধীর সম্পত্তির এ টু জেড।

সবার আগে দেখে নিন প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) সম্পত্তির তালিকা:

নির্বাচন কমিশনের কাছে জমা দেওয়া হলফনামা অনুযায়ী, প্রিয়াঙ্কা গান্ধীর স্থাবর ও অস্থাবর সম্পত্তির পরিমাণ মোট ১২ কোটি টাকা। তার মধ্যে অস্থাবর  সম্পত্তির পরিমাণ ৪.২৪ কোটি টাকা। অস্থাবর সম্পত্তির তালিকা রয়েছে, তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, যেখানে জমানো রয়েছে লক্ষ লক্ষ টাকা। যদিও ব্যাংকে গচ্ছিত সম্পদের সঠিক অংকটা জানা যায়নি। এছাড়াও মিউচুয়াল ফান্ড ও পিপিএফে বিনিয়োগ রয়েছে। এগুলি বাদে একটি হন্ডা সিআরভি গাড়ি রয়েছে, যেটি উপহার হিসেবে দেন তাঁর স্বামী রবার্ট বঢ়রা। শুধু তাই নয়, ১ কোটি ১৫ লক্ষ টাকার লকার ভর্তি সোনার গয়না রয়েছে। এছাড়াও নেত্রীর ২০২৩-২৪ অর্থবর্ষে  মোট আয় ছিল ৪৬ লক্ষ ৩৯ হাজার টাকা।

RG Kar case Priyanka Gandhi

কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) স্থাবর সম্পত্তির পরিমাণ হচ্ছে ৭.৭৪ কোটি টাকা। এর মধ্যে নয়াদিল্লিতে রয়েছে দুটি সম্পত্তি, যেটি মূলত উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত। সেখানে রয়েছে কৃষিজমি ও একটি ফার্ম হাউস। তথ্যসূত্রে জানা গিয়েছে, ওই দুই সম্পত্তির বর্তমান মূল্য ২ কোটি ১০ লক্ষ টাকা। এছাড়াও সিমলাতেও তিনি একটি বাড়ি কিনেছেন। যার বর্তমান বাজারমূল্য প্রায় ৫ কোটি ৬৩ লক্ষ টাকা। ইতিমধ্যে বাজারে তাঁর ১৫.৭৫ লক্ষ টাকার ঋণ রয়েছে।

আরোও পড়ুন : জলশঙ্খে ফুঁ দিয়ে খিল্লির শিকার, ঋতুপর্ণা সেনগুপ্তের পড়াশোনা দৌড় কদ্দূর, জানেন?

এবার দেখা যাক স্বামী রবার্ট বঢ়রার সম্পত্তির তালিকা: 

হলফনামা সূত্রে জানা গিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) স্বামীর মোট সম্পত্তির পরিমাণ প্রায় ৬৫ কোটি টাকা। যার মধ্যে অস্থাবর সম্পত্তির পরিমাণ ৩৯ কোটি টাকা। আর স্থাবর সম্পত্তির পরিমাণ ২৭.৬৪ কোটি টাকা।  যদিও এখনো বাজারে রবার্ট বঢ়রার ঋণ রয়েছে প্রায় ১০ কোটি টাকা। অর্থাৎ কংগ্রেস নেত্রীর স্বামীর অর্থের ভাণ্ডার যে একেবারে ভরে টয়টম্বুর তা বোঝাই যাচ্ছে।

Priyanka Gandhi

কিন্তু প্রশ্ন এই টাকার উৎসটা ঠিক কি? 

প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) হলফনামায় জানিয়েছেন, তাঁর আয়ের উৎস হচ্ছে বাড়িভাড়া, ব্যাঙ্কে জমানো টাকা থেকে প্রাপ্ত সুদ, বিভিন্ন জায়গায় বিনিয়োগ। আর তাঁর স্বামীর আয়ের উৎস ব্যবসা, বিনিয়োগ। বোঝাই যাচ্ছে স্বামী স্ত্রী দুজনেই কোটিপতি, বিত্তশালী ব্যক্তি।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর