বাংলা হান্ট ডেস্কঃ কংগ্রেসের মহাসচিব প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi) ট্যুইট করে কংগ্রেসের কার্যকরতা আর নেতাদের অসম এবং বিহারে হওয়া বন্যার কারণে প্রভাবিত মানুষদের পাশে দাঁড়ানোর আবেদন করেন। উনি এর সাথে সাথে দুটি ছবিও শেয়ার করেন, যেগুলোতে বন্যার ভয়াবহ রুপ দেখা যায়। প্রিয়াঙ্কা গান্ধী লেখেন, ‘অসম, বিহার আর উত্তর প্রদেশের ওনেক এলাকায় বন্যার কারণে মানুষের জীবন প্রভাবিত হয়েছে। লক্ষ লক্ষ মানুষ সঙ্কটের মধ্যে আছেন। বন্যায় প্রভাবিত মানুষদের সাহায্যের জন্য আমরা তৎপর। আমি কংগ্রেস নেতা আর কর্মীদের আবেদন করছি যে, তাঁরা যেন বন্যা দুর্গতদের যথা সম্ভব সাহায্য করেন।”
https://twitter.com/priyankagandhi/status/1285106780880568325
প্রিয়াঙ্কা গান্ধী নিজের ট্যুইটে যেই ছবি গুলোর ব্যবহার করেছেন, সেগুলো পুরনো। সেগুলোর মধ্যে একটি ছবি ২০১৯ আর এর একটি ২০১৭ এর। ছবি গুলোকে গুগলে রিভার্স সার্চ করে আমরা পাই যে, One India নামের একটি ওয়েবসাইটে ২০১৯ এ এই ছবি গুলো আপলোড করা হয়েছিল। ওই ছবি অসম, বিহার বন্যা এবং বন্যায় মৃতদের নিয়ে একটি খবরে ব্যবহৃত হয়েছিল।
ছবির সাথে লেখা হয়েছিল, ‘অসমে বন্যা প্রভাবিত মোরীগাঁও জেলার জলমগ্ন গ্রামের ছবি।” ছবিটিতে সংবাদ সংস্থা ANI কে ক্রেডিট দেওয়া হয়েছিল। রিভার্স ইমেজ সার্চ করে হিন্দুস্তান টাইমেস ৩১ আগস্ট ২০১৭ এ প্রকাশিত একটি খবর পাই। খবরের হেডলাইন ছিল, ‘‘Google announces $1 mn for flood relief in India, Nepal, Bangladesh” প্রিয়াঙ্কা গান্ধী ২০১৭ সালের এই ছবিটিকেও ব্যবহার করেন।
এই ছবিটির নীচে সংবাদসংস্থা পিটিআইকে ক্রেডিট দেওয়া হয়েছিল। আর বলা হয়ছিল যে, এও ছবি বিহারের অররিয়া জেলার। প্রিয়াঙ্কা গান্ধী অসম আর বিহারের বন্যা নিয়ে যেই ছবি গুলো ট্যুইট করেছেন, সেগুলো এবছরের না। সেগুলো ২০১৭ আর ২০১৯ এর।