‘গোমাতার শেষ সময়ের ছবি দেখে মন ভারাক্রান্ত হয়ে পড়ল’, যোগীকে চিঠি দিলেন প্রিয়াঙ্কা গান্ধী

বাংলাহান্ট ডেস্কঃ গোমাতার মৃত্যুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (yogi adityanath) চিঠি লিখলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী (priyanka gandhi)। ললিতপুরের সজনা থেকে একটি গোমাতা অর্থাৎ গরুর মৃত্যুর কারণ জানতে চেয়ে চিঠি দিলেন যোগী আদিত্যনাথকে।

চিঠিতে প্রিয়াঙ্কা গান্ধী লিখেছেন, ‘গোমাতার মৃত্যুর ছবি দেখে মনটা ভারাক্রান্ত হয়ে পড়েছে। গরুটির মৃত্যুর কারণ এখনও অবধি জানা যায়নি। তবে ছবিতে দেখে মনে হচ্ছে, বহু দিন ধরে ক্ষুদা, তৃষ্ণা থাকায়, জলের অভাবে মারা গিয়েছে গরুটি। এটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। তবে এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও বহুবার এই ধরণের চিত্র দেখা গিয়েছে। যখনই রাজ্যের কোন প্রান্ত থেকে এই সকল অবলা জীবের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে, ততবারই সাময়িক আলোচনার পর সব থেমে গিয়েছে। কোন পদক্ষেপ নেওয়া হয়নি। এখন প্রশ্ন উঠছে এসবের জন্য দায়ী কে?’

প্রিয়াঙ্কা গান্ধী আরও বলেন, ‘ক্ষমতায় আসার আগে আপনি গোরক্ষা এবং গোশাল নির্মানের বিষয়ে অনেক কিছু বলেছিলেন। কিন্তু বাস্তবে তা কিছুই পূর্ণতা পায়নি। গোশালা তৈরি হলেও সেখানে গরুর দেখভাল করা হচ্ছে না। জল নেই, খাবার নেই সেখানে। কত গরু যে মারা যাচ্ছে তাঁর হদিশ নেই। এসবের দুর্নীতির সঙ্গে অফিসার এবং গৌশাল অপারেটররা যুক্ত রয়েছে’।

Priyanka Gandhi 7 1

প্রিয়াঙ্কা গান্ধী চিঠিতে আরও লেখেন, ‘এই গরু কোন সাধারন পশু নয়, কোটি কোটি ভারতীয়র মায়ের সমান। তাদের সাহায্য করার পাশাপাশি রক্ষাও করতে হবে। আবার অনেক গোশাল থাকলেও, অনেক দলছুট বিপথগামি পশুদের হাত থেকে ফসল রক্ষা করতে কৃষকরা রাত জেগে তাদের ফসল পাহারা দেয়’।


Smita Hari

সম্পর্কিত খবর