সিনেমা প্রমোশনে গিয়ে গরবা নাচ, গুজরাত মাত করলেন প্রিয়ঙ্কা চোপড়া

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বিয়ের পর আবারও জমিয়ে কাজে ফিরেছেন প্রিয়াঙ্কা চোপড়া৷ যদিও বেশ কয়েকটা মাস ব্রেক নিয়েছিলেন কিন্তু তার পরেই দ্য স্কাই ইজ পিংক ছবিতে অভিনয় শুরু করেছিলেন বলিউডের পিগি চপস৷ গত বছর ডিসেম্বরে বিয়ের অনুষ্ঠান হওয়ার পর কিছু দিন আমেরিকা কিছুদিন মুম্বইতে কাটিয়েছিলেন প্রিয়াঙ্কা৷ অবশেষে পরিচালক সোনালি বোসের সিনেমা দিয়ে বলিউডে কামব্যাক করলেন তিনি৷ শ্যুটিং পর্ব শেষ এবার পালা প্রমোশনের৷

তাই তো সিনেমার প্রমোশনের জন্য প্রিয়াঙ্কা চোপড়া থেকে ফারহান আখতার সকলেই দেশের বিভিন্ন শহরে ঘুরে বেড়াচ্ছেন৷ এবার প্রমোশনের জন্যই প্রিয়াঙ্কা সদলবলে পৌঁছলেন গুজরাতে৷ সবুজ রঙের ভেলভেট পোশাক পরে রোহিত শরফের সঙ্গে গুজরাতে গিয়ে উপস্থিত হয়েছিলেন প্রিয়াঙ্কা৷ গুজরাতে এখন মহাসমারোহে পালিত হচ্ছে গরবা৷ মঙ্গলবার সিনেমার প্রমোশনে গিয়ে নবরাত্রি উপলক্ষে গড়বা নাচতে দেখা গেল প্রিয়াঙ্কা চোপড়াকে৷ দেড় লাখের ওপরে দামের পোশাক পরেই নাচ করতে দেখা গেল প্রিয়াঙ্কাকে৷

https://www.instagram.com/p/B3B2eS1glXa/?utm_source=ig_web_copy_link

প্রিয়াঙ্কা চোপড়ার সেই নাচের ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করা মাত্রই হুহু করে বাড়ছে ভিউয়ার্স সংখ্যা৷ এমনিতেই বলিউডে নাচের দিক থেকে দক্ষতায় এগিয়ে রয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া তাঁর উপরে গুজরাটে গিয়ে গরবা নাচ করে নিজের জনপ্রিয়তা আরও বাড়িয়ে নিলেন প্রিয়াঙ্কা চোপড়া,তাঁর নাচ দেখে অনেকেই হিন্দি গানের সঙ্গে যেমন নাচ করতে পারেন তেমনই গরবা নাচ যে জমিয়ে করতে পারেন বিশ্বাস করতে পারছেন না৷

X