বাংলা হান্ট ডেস্ক : দেশে শুরু হয়েছে গণতন্ত্রের উৎসব অর্থাৎ লোকসভা নির্বাচন ইতিমধ্যেই পঞ্চম দফা লোকসভা নির্বাচন সম্পন্ন হয়ে গিয়েছে এই অবস্থায় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা কতটা চাপে রয়েছে তা আর বলতে বাকি রাখে না। অন্যদিকে একই সাথে বেড়ে চলেছে প্রত্যেকটি রাজনৈতিক দলের একে অপরের প্রতি কাদা ছোঁড়াছুঁড়ির পরিমাণ।
এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। আম্বালার এক সভা থেকে প্রিয়াঙ্কা বলেন, ” অহংকার পতনের কারণ হবে। বিজেপি বলেছিল ক্ষমতায় আসলে কালো টাকা ফেরত আনবে। কিন্তু এক টাকাও ফেরত আসেনি বরং নোট বাতিল করে সাধারণ মানুষকে হেনস্তা করছে মোদি সরকার।
মোদির আমলে ১২ হাজার কৃষক আত্মহত্যা করেছে। শহীদ জাওয়ানদের নামে ভোট চাইছেন মোদি। এই ভাষাতেই বিজেপির ওপর নিজের সমস্ত ক্ষোভ উগরে দিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী।বিজেপির তরফ থেকে এখনো এর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।