বাবা-মা দুজনকেই দরকার সহজের, রাহুলের সঙ্গে সম্পর্কে নিয়ে বড়সড় ইঙ্গিত প্রিয়াঙ্কার

বাংলাহান্ট ডেস্ক: নতুন বছরে নতুন আশায় বুক বাঁধছেন রাহুল বন্দ‍্যোপাধ‍্যায় (Rahul Arunoday Banerjee) এবং প্রিয়াঙ্কা সরকারের (Priyanka Sarkar) ভক্তরা। জুটির প্রথম ছবি ‘চিরদিনই তুমি যে আমার’ থেকেই তাঁদের অনুরাগী সংখ‍্যা অগুন্তি। অনস্ক্রিন জুটির রসায়ন যখন অফস্ক্রিনেও পৌঁছে যায়, তখন খুবই খুশি হয়েছিলেন ভক্তরা। কিন্তু বেশিদিন একসঙ্গে থাকেননি রাহুল প্রিয়াঙ্কা। ছেলে সহজ ছোট থাকতেই আলাদা হয়ে গিয়েছিলেন তাঁরা।

কিন্তু বিগত কয়েক মাস ধরেই আবার বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা মিলছে রাহুল প্রিয়াঙ্কার। কালীপুজোর সময়ে অভিনেত্রীর বাড়িতে গিয়েছিলেন রাহুল। মা ছেলের একসঙ্গে বাজি ফাটানোর ছবি শেয়ার করেছিলেন তিনি। কখনো একসঙ্গে ঘুরতে যাওয়ার ছবি, কখনো প্রিয়াঙ্কার জন্মদিনে হ‍্যাপি ফ‍্যামিলি ফটো উঠে এসেছে নেটমাধ‍্যমে। এসব দেখেশুনেই নেটনাগরিকরা মনে করছেন, ছেলে সহজের কথা ভেবে আবারো একে অপরের পাশে ফিরতে চলেছেন তাঁরা।

rahul banerjee priyanka sarkar
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব‍্যক্তিগত জীবনের উপর থেকে পর্দা সরালেন প্রিয়াঙ্কা। জানালেন, রাহুলের থেকে আলাদা থাকা শুরু করলেও বন্ধুত্ব তাঁদের চিরদিনই ছিল। কাজের জায়গায় বরাবর একে অপরের প্রতি সম্মান বজায় রেখে চলেছেন তাঁরা। এক মাস হয়তো কথা হয়নি। কিন্তু কোনো ভাল ছবি বা সিরিজ দেখলে সেটা জানাতে ভোলেননি।

প্রিয়াঙ্কা বলেন, তিনি ব‍্যক্তিগত আর পেশাগত জীবন সবসময় আলাদা করে রাখার চেষ্টা করেছেন। রাহুলের থেকে তিনি অনেক কিছু শিখেছেন, ছোট থেকে বড় হয়েছেন রাহুলের সান্নিধ‍্যে। সেটা কখনোই অস্বীকার করেননি প্রিয়াঙ্কা। এমনকি সেপারেশনের সময়ে খারাপ পরিস্থিতিতে থাকলেও একসঙ্গে কাজ করেছেন তাঁরা।

rahul priyanka
অভিনেত্রী আরো বলেন, তাঁরা এমন কোনো কথাই বলতে চাননি যা নিয়ে কাদা ছোড়াছুড়ি হবে। কিন্তু তাদের সময়ে সোশ‍্যাল মিডিয়া ছিল না। খবরের কাগজে লেখালেখি হলেও তা কেউ মনে রাখত না। কিন্তু সোশ‍্যাল মিডিয়ার যুগে সব কথাই থেকে যায়। প্রিয়াঙ্কা বলেন, তিনি চান না সহজের সামনে এখনি সব কথা আসা উচিত নয়।

পাশাপাশি রাহুলের সঙ্গে সম্পর্ক ভাল করার বিষয়ে প্রিয়াঙ্কা এদিন বলেন, সহজও চায় মা বাবা দুজনের সঙ্গেই থাকতে। সহজের দাদু দিদার সঙ্গে সময় কাটানোর পাশাপাশি ঠাম্মি ঠাকুরদার সঙ্গেও সময় কাটানো উচিত। রাহুল বা তিনি সকলেই এটাই চান। প্রিয়াঙ্কা বলেন, সময়ের সঙ্গে সঙ্গে সবকিছু ঠিক হয়ে যাওয়ার আশাই রাখছেন তিনি।


Niranjana Nag

সম্পর্কিত খবর