বঙ্গ কন্যার “ফ্যাশন” স্পর্শ করল চাঁদের মাটি! প্রিয়াঙ্কার বিরাট সাফল্যে অভিভূত স্বয়ং ট্রাম্প

বাংলাহান্ট ডেস্ক : এবার বঙ্গ কন্যার ফ্যাশন-ডিজাইনের হাত ধরে চাঁদের মাটিতে সৃষ্টি হল নয়া ইতিহাস। বেসরকারি মার্কিন গবেষণা সংস্থা ‘ফায়ারফ্লাই এরোস্পেসে’র  মহাকাশযান ‘ব্লু গোস্ট’ উৎক্ষেপণের ৪৬ দিন পর স্পর্শ করল চাঁদের মাটি (Moon Mission)। ‘ব্লু গোস্ট’-এর মাধ্যমেই বাঙালি কন্যা প্রিয়াঙ্কার ফ্যাশন ডিজাইন চন্দ্র পৃষ্ঠ স্পর্শ করে গর্বিত করল গোটা বাংলা তথা দেশকে।

Blue Ghost Moon Mission 1-এ প্রিয়াঙ্কার কীর্তি

‘ফায়ারফ্লাই এরোস্পেসে’র সাথেই এই অভিযানের সহযোগী ছিল নাসা (NASA)। নাসার (National Aeronautics and Space Administration) বক্তব্য, আগামীদিনে চাঁদে মানুষ পাঠানোর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এই অভিযান। তবে চন্দ্র পৃষ্ঠে মানুষের পদার্পণের আগেই গিয়ে পৌঁছল হুগলির (Hooghly) মেয়ে প্রিয়াঙ্কার ডিজাইন করা পোশাক। 

আরও পড়ুন : মিলছে ২৫০০০ করে! কন্যাশ্রী প্রকল্পে এবার আরও বড় চমক, নয়া উদ্যোগ রাজ্যের

হুগলির কন্যা প্রিয়াঙ্কার ডিজাইন করা পোশাক চাঁদের মাটি স্পর্শ করল আমেরিকার বেসরকারি মহাকাশ গবেষণা সংস্থা ‘ফায়ারফ্লাই এরোস্পেসে’র (Firefly Aerospace) Blue Ghost Moon Mission 1-এর মাধ্যমে। এই অভূতপূর্ব নজিরের স্বীকৃতি স্বরূপ প্রিয়াঙ্কাকে ইউনিভার্সাল ফ্যাশন ডিজাইনার হিসাবে সম্মান জানিয়েছে নাসা।

আরও পড়ুন : আর মাত্র কয়েক বছর! এই সালের মধ্যেই ভারত হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জনসংখ্যার দেশ

সেইসাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বাক্ষর করা শুভেচ্ছাবার্তাও এসে পৌঁছেছে প্রিয়াঙ্কার হাতে। সেই শুভেচ্ছাবার্তায় প্রিয়াঙ্কার ভুয়সী প্রশংসা করেছেন ট্রাম্প (Donald Trump)। হুগলি জেলার দাদপুর থানার বাদিনান গ্রামের বাসিন্দা প্রিয়াঙ্কা মল্লিক ইতালির মিলান থেকে ফ্যাশন ডিজাইনে ডিগ্রি অর্জন করে কাজ শুরু করেন দেশ-বিদেশের বিভিন্ন প্রখ্যাত ফ্যাশন সংস্থার সাথে।

Priyanka Mallick and Blue Ghost Moon Mission

প্রিয়াঙ্কার ডিজাইন করা দ্য ইটারনাল রোজ এবং  প্রজাপতি ব্রোচ মনোনীত হয় রাজা তৃতীয় চার্লস ও রানির আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানের পোশাক হিসাবে। লিঙ্কডিনে কিছুদিন আগে প্রিয়াঙ্কা জানান, তাঁর ডিজাইন করা দ্য ইটারনাল রোজ এবং প্রজাপতি ব্রোচ চাঁদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে গত ১৫ই জানুয়ারি। প্রিয়াঙ্কা জানান, তিনিই বিশ্বের প্রথম ফ্যাশন ডিজাইনার যাঁর সৃষ্টি চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এটা বিশ্ব রেকর্ড।

প্রিয়াঙ্কা আরও জানান, এই কীর্তির জন্য তিনি শুভেচ্ছাবার্তা পেয়েছেন বাকিংহাম প্যালেস থেকেও। মহাকাশ গবেষণা সংস্থা জানিয়েছে, লাইভ শিপ পিরামিডের মধ্যে একটি বিশেষ টেকনোলজির সাহায্যে অন্তর্ভুক্ত করায় প্রিয়াঙ্কার ফ্যাশন ডিজাইন হাজার হাজার বছর ধরে রয়ে যাবে চাঁদের মাটিতে। গোটা ব্রহ্মাণ্ডে ছড়িয়ে দেওয়া হবে এই হিউম্যান ফ্যাশন।

Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর