বাংলাহান্ট ডেস্ক : ভাঙন যোগীরাজ্যের কংগ্রেস শিবিরে। ‘লড়কি হু, লড় সাকতি হু’ হুঙ্কার দিয়ে এবার বিজেপির কার্যালয়ে কংগ্রেসের পোস্টার গার্ল প্রিয়াঙ্কা মৌর্য। খুব তাড়াতাড়িই বিজেপিতে যোগ দেবেন তিনি, এমনটাই জল্পনা তাঁর এই পদক্ষেপের পর।
উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের আগে যেন ভাঙন কিছুতেই পিছু ছাড়ছে না কংগ্রেসের। এবার তাঁকে বঞ্চিত করার এবং ঘুষ চাওয়ার অভিযোগ এনে বিরোধী দলেই নাম লেখানোর পথে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা মৌর্য। মঙ্গলবার উত্তরপ্রদেশের বিজেপি কার্যালয়ে গিয়ে বিজেপি কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন তিনি।
উত্তরপ্রদেশের সরোজিনী নগর আসন থেকেই আসন্ন বিধানসভার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন কংগ্রেসের পোস্টার গার্ল প্রিয়াঙ্কা মৌর্য। কিন্তু মঙ্গলবার কংগ্রেস ১০০ টি আসনে প্রার্থী ঘোষণা করলেও সেই তালিকায় নাম ছিল না প্রিয়াঙ্কার। তাঁর বদলে প্রার্থী করা হয় রুদ্র দমন সিং কে। এরপরই তাঁর নাম এবং খ্যাতিকে ব্যবহার করেছে কংগ্রেস এই অভিযোগ এনে বিজেপি কার্যালয়ে হাজির হন তিনি।
প্রিয়াঙ্কা জানিয়েছেন, ‘বিজেপি নেতৃত্বের সঙ্গে আমার কথা হয়েছে। পরবর্তী সবকিছুই অতি শীঘ্রই সবাই জানতে পারবেন। আমার খ্যাতিকে নিজেদের স্বার্থে ব্যবহার করেছে কংগ্রেস। কিন্তু অধিকারের প্রশ্নে আমায় বঞ্চিত করা হয়েছে। আমি ওবিসি বলে আমার নামকে ব্যবহার করা গেলেও প্রাপ্য অধিকার দেওয়া যায় না। সেই কারণেই টিকিট দেওয়ার সময় অন্য কাউকে দেওয়া হয়েছে।’ টিকিটের বদলে তাঁর থেকে ঘুষ চাওয়ার অভিযোগও এনেছেন তিনি প্রিয়াঙ্কা গান্ধির সচিব সন্দীপ সিং এর বিরুদ্ধে। তিনি সেই ঘুষ দিতে পারেননি বলেই এই বঞ্চনার শিকার হতে হয়েছে বলেও দাবি করেন প্রিয়াঙ্কা।
বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসের হাত ছেড়েছেন একাধিক নেতা। এবার সেই দলেই নাম লেখালেন প্রিয়াঙ্কা মৌর্যও। পুরো ঘটনার প্রেক্ষিতে প্রিয়াঙ্কা ট্যুইট করে বলেন, ‘আমি মেয়ে, আমি লড়তে পারি’। আসন্ন বিধানসভায় তিনি বিজেপির হয়েই লড়বেন এমনটাই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
“আরও এক ডিভোর্স….”, যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী ভার্মার হতে চলেছে বিচ্ছেদ? জল্পনা উস্কে সামনে এল পোস্ট