বাংলাহান্ট ডেস্ক: প্রতি বছর ধুমধাম করে মহাশিবরাত্রির (Maha Shivratri) ব্রত পালন করে থাকেন বলিউডের তারকারা। বিয়ের পর থেকেই নিষ্ঠা ভরে শিবরাত্রি পালন করে প্রিয়াঙ্কা চোপড়া (Priyanka Chopra)। মার্কিন মুলুকে সংসার পাতলেও পুজোতে অন্যথা হয় না। স্বামী নিক জোনাসও সঙ্গ দেন স্ত্রীকে। অন্যদিকে মুসলিম ধর্মাবলম্বী হলেও হিন্দু স্বামী কুণাল খেমুর সঙ্গে প্রতি বছর শিবরাত্রি পালন করেন শর্মিলা ঠাকুর কন্যা সোহা আলি খান (Soha Ali Khan)।
মুম্বইয়ের বাড়িতে সপরিবারে শিবরাত্রির পুজো করেন সোহা ও কুণাল। এদিনের কিছু ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেতা জুটি। শঙ্খ বাজিয়েছেন কুণাল। তাঁদের ছোট্ট মেয়ে ইনায়া নাওমি খেমুও যোগ দিয়েছিল পুজোতে। শিবলিঙ্গে জল ঢেলেছে ছোট্ট ইনায়া। এমনকি দুপুরের খাবার বাড়ার সময়ে বাবাকে সাহায্য করতেও দেখা গিয়েছে তাকে।
এদিনের পুজো স্পেশ্যাল মেনুর ছবিও শেয়ার করেছেন সোহা। নিরামিষ মেনুতে এদিন ছিল ভাত, রাজমা, পালক পনীরের মতো পদ। ছবি, ভিডিও শেয়ার করে সকলকে মহা শিবরাত্রি ও হেরথের শুভেচ্ছা জানিয়েছেন সোহা কুণাল।
https://www.instagram.com/reel/Cahlk1YJsew/?utm_medium=copy_link
অন্যদিকে মার্কিন মুলুকেও ছবিটা একই রকম। লস এঞ্জেলসের বাড়িতে নিককে সঙ্গে নিয়ে শিবরাত্রির পুজো করতে দেখা গিয়েছে প্রিয়াঙ্কা চোপড়াকে। তাঁদের বাড়িতেই প্রতিষ্ঠিত মহাদেবের মূর্তি। হালকা গোলাপী রঙের সালোয়ার কামিজ পরে পুজোয় বসেছিলেন প্রিয়াঙ্কা। ওড়না দিয়ে ঢেকেছেন মাথা। পাশে সাদা কুর্তায় নিক। ছবি শেয়ার করে অভিনেত্রী লিখেছেন, ‘মহাশিবরাত্রির আন্তরিক শুভেচ্ছা। হর হর মহাদেব! ওম নমঃ শিবায়।’
হিন্দু ও খ্রিস্টান দুই রীতি মেনেই বিয়ে সেরেছিলেন প্রিয়াঙ্কা নিক। অভিনেত্রী জানিয়েছিলেন, নিজের নিজের ধর্ম সংষ্কৃতির সঙ্গে অন্যের পরিচয় করিয়েছেন তাঁরা। এমনকি কোনো গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে নিকই তাঁকে বলেন, বাড়িতে পুজো করতে।