বাংলাহান্ট ডেস্ক: সিনে দুনিয়ায় আবারো ভাইরাল এমএমএস কাণ্ড। ভোজপুরি ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা পণ্ডিত (priyanka pandit) বেশ কিছুদিন ধরেই লাইমলাইটে রয়েছেন। ভাইরাল হওয়া একটি এমএমএস এ তিনিই রয়েছেন, এমনি দাবি করছেন নেটিজেনদের বড় একটা অংশ। সব মিলিয়ে তুমুল।সমালোচনার সম্মুখে পড়েছেন প্রিয়াঙ্কা।
বিষয়টি স্পষ্ট করে বলা যাক। সম্প্রতি একটি ব্যক্তিগত এমএমএস ভিডিও চরম ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ওই ভিডিওর মেয়েটিকে নেটনাগরিকদের অনেকেই ভোজপুরি অভিনেত্রী প্রিয়াঙ্কা বলে চিহ্নিত করেছেন। এ নিয়ে ঝামেলা কম হয়নি। এই এমএমএস এর জেরে অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে ক্রমাগত কাটাছেঁড়া চলছে।
প্রিয়াঙ্কার ব্যক্তিগত জীবনের প্রেম, বিচ্ছেদ নিয়েও নেটিজেনদের কৌতূহল একটু বেশিই। আর সবের জন্য অভিনেত্রীকেই দায়ী করেছেন নেটিজেনদের একটি বড় অংশ। এমনকি এই ব্যক্তিগত এমএমএস ফাঁস হয়ে যাওয়ার জন্য যে প্রিয়াঙ্কার অভিনয় জীবনেও বড়সড় ফাঁড়া আসতে পারে তাও মনে করছেন অনেকে।
এতদিন বিষয়টা নিয়ে চুপ থাকাই শ্রেয় মনে করেছেন প্রিয়াঙ্কা। এমনকি তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টেও কুরুচিকর মন্তব্যের জন্য কমেন্ট মুছে ফেলতে বাধ্য হয়েছেন তিনি। কিন্তু গোটা বিষয়টা ক্রমশ হাতের বাইরে বেরিয়ে যেতে মুখ খুলেছেন অভিনেত্রী। এক সংবাদ মাধ্যমের কাছে চক্রান্তের অভিযোগ করেছেন তিনি।
প্রিয়াঙ্কা দাবি করেছেন, ভাইরাল হওয়া এমএমএসটিতে যে মেয়েটি রয়েছেন সেটা তিনি নন। ওটা যে তাঁরই এমএমএস সেটার কোনো প্রমাণ নেই। তাই কেউ দাবি করতে পারবে না ভিডিওতে মেয়েটি তিনিই। প্রিয়াঙ্কার দাবি, তাঁর কেরিয়ারে ক্ষতি করার জন্যই কেউ এমনটা ঘটিয়েছেন। আন্তর্জাতিক স্তরে চক্রান্তের অভিযোগ এনেছেন তিনি। কিন্তু কারোর উপরে তাঁর সন্দেহ আছে কিনা সে বিষয়ে অবশ্য ঝেড়ে কাশেননি প্রিয়াঙ্কা।
ইতিমধ্যেই ‘পবন পুত্র’, ‘ইচ্ছাধারী’, ‘আওয়ারা বালম’, ‘কর্মযুগ’ এর মতো ছবিতে অভিনয় করে ফেলেছেন প্রিয়াঙ্কা। ‘দিল মত দেনা মেরি সউতন কো’, ‘রাজু সিংস পুলিসগিরি’, ‘পঞ্চ মেহারিয়া’র মতো ছবিও রয়েছে তাঁর হাতে। ভোজপুরি ইন্ডাস্ট্রিতে বেশ নামডাক রয়েছে প্রিয়াঙ্কার। তাঁর দাবি, এই জনপ্রিয়তাকে খর্ব করতে ইচ্ছা করেই কেউ ওই ভাইরাল এমএমএস ছড়িয়েছে।