বাংলা হান্ট ডেস্কঃ প্রায় দু’বছর থেকে বন্ধ ছিল দলীয় কার্যালয়! রবিবার ধনিয়াখালি (Dhaniyakhali) গিয়ে মহেশ্বরপুরের সেই দলীয় কার্যালয়ের তালা খুলল বিজেপি। এরপরই হুগলিতে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে চরম হুঁশিয়ারি বিজেপি (BJP) নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের (Priyanka Tibrewal)। তৃণমূলের পার্টি অফিসকে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি শোনা গেল প্রিয়াঙ্কার মুখে।
ঠিক কী বললেন বিজেপি নেত্রী? এদিন তৃণমূলের (Trinamool Congress) বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন প্রিয়ঙ্কা টিব্রেওয়াল। বলেন, ‘বিজেপির এই পার্টি অফিস জাতীয় সড়কের আওতার মধ্যে পড়ে। ভাঙলে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ভাঙতে পারে। এই পার্টি অফিস যদি তৃণমূল ভাঙতে আসে, আমার মাথায় ছিট আছে, হাইকোর্টের অর্ডার নিয়ে তৃণমূলের প্রত্যেকটা পার্টি অফিসে বুলডোজার চালিয়ে দেব।’
প্রিয়াঙ্কার হুঁশিয়ারি, ‘আজকের পর থেকে পুলিশ আর কোনও বাধা দেবে না, কারণ পুলিশকে আইন শিখিয়ে দিয়েছে। এ রাজ্যে কী করে রাজনীতি করতে হয় শিখে গিয়েছি, অনেক ভদ্রতা দেখিয়েছি, এবার যে ভাষায় কথা বলবে, সেই ভাষাতেই উত্তর দেব। এই পার্টি অফিসে তৃণমূল তালা লাগাতে এলে, হাইকোর্টের থেকে অর্ডার এনে তৃণমূলের প্রত্যেকটা পার্টি অফিসে বুলডোজার চালিয়ে দেব।’
আরও পড়ুন: ‘এই’ মারাত্মক অভিযোগ নিয়ে অভিষেকের বিরুদ্ধে কমিশনে গেল BJP! চরম অস্বস্তিতে নেতা
প্রসঙ্গত, ২০২১ সালে বিধানসভা নির্বাচনের ফলাফল সামনে আসার পর ধনিয়াখালি বিধানসভার মহেশ্বরপুরে বিজেপির একটি দলীয় কার্যালয় তালা ঝুলিয়ে দিয়ে যায় তৃণমূল। সেই পার্টি অফিস পুনরুদ্ধার করতে গেলে বারবার বাধা দেয় তারা। এমনটাই অভিযোগ বিজেপির। বহু প্রচেষ্টা করেও পার্টি অফিস খুলতে পারেনি গেরুয়া শিবির। এরপর ২ বছর ধরে বন্ধই ছিল ওই পার্টি অফিস।
আরও পড়ুন: রাজ্য জুড়ে এত মাত্রায় লোডশেডিংয়ের কারণ কী? এবার মুখ খুলল পশ্চিমবঙ্গ সরকার
বিজেপির অভিযোগ, তৃণমূলের নেতাকর্মীরা জোর দেখিয়ে এই পার্টি অফিস খোলায় বাধা দিয়ে গিয়েছে। গতকাল সেই পার্টি অফিস পুনরুদ্ধারে আসেন বিজেপির রাজ্য সম্পাদক প্রিয়াঙ্কা টিব্রেওয়াল সহ জেলা বিজেপির অন্যান্য নেতৃত্বরা। এরপর দাদপুর থানায় কথাবার্তা বলে তালা ভেঙে ফের সেই পার্টি অফিস নিজেদের দখলে নেয় গেরুয়া শিবির।