আগামীকালই জন্মদিন ছেলের, পা একটু সারতেই বাড়ি ফেরার জন‍্য উতলা প্রিয়াঙ্কা

Published On:

বাংলাহান্ট ডেস্ক: সফল হয়েছে অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকারের (priyanka sarkar) পায়ে অস্ত্রোপচার। আপাতত অনেকটাই সুস্থ রয়েছেন তিনি। খুব শীঘ্রই হাসপাতাল থেকে বাড়িতেও ফিরবেন তিনি। আগামীকাল, বৃহস্পতিবারই তাঁর একমাত্র ছেলে সহজের জন্মদিন। এই বিশেষ দিনটা কোনো ভাবেই ছেলের থেকে দূরে হাসপাতালের বেডে শুয়ে কাটাতে চান না।

আপাতত ছোট্ট সহজ তাঁর দাদু দিদার কাছে রয়েছে। ছেলেকে নিয়েই একার সংসার প্রিয়াঙ্কার। এতদিন ছেলের থেকে দূরে থাকায় ছটফট করছে মায়ের মন। তাই তার জন্মদিনের আগেই তাঁর ইচ্ছা বাড়ি ফেরার। তবে আগামীকালের আগে প্রিয়াঙ্কা বাড়ি ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় আছে।


জানা গিয়েছে, সহজের এবারের জন্মদিনটা উত্তরবঙ্গে কাটানোর পরিকল্পনা করেছিলেন প্রিয়াঙ্কা। সেখানে শুটিংয়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু এক রাতের দুর্ঘটনা সবটা ভেস্তে দিল। প্রিয়াঙ্কার প্রাক্তন স্বামী রাহুল বন্দ‍্যোপাধ‍্যায় জানান, গোটা ব‍্যাপারটাতেই ছোট্ট সহজ খুব অবাক হয়েছে। তবে ছেলের জন্মদিন নষ্ট হতে দেবেন না তাঁরা। কিছু না কিছু ব‍্যবস্থা ঠিকই করবেন রাহুল প্রিয়াঙ্কা।

গত শুক্রবার রাতে নিউটাউনের কাছে খোলা রাস্তার উপরে শুটিং চলছিল ‘মহাভারত মার্ডারস’ (mahabharat murders) নামে একটি ওয়েব সিরিজের। রাত প্রায় এগারোটা নাগাদ আচমকাই শুটিংয়ের মাঝে ঢুকে পড়ে এক বাইক চালক। তিনি মত্ত অবস্থায় ছিলেন বলে অভিযোগ। তাঁর ধাক্কায় গুরুতর জখম হন প্রিয়াঙ্কা অর্জুন।

https://www.instagram.com/priyankasarkarz/p/CXF44rqD9Qv/?utm_medium=copy_link

সঙ্গে সঙ্গে কাছাকাছি এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুই তারকাকে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর মুকুন্দপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় প্রিয়াঙ্কাকে। ভাঙা পায়ে অস্ত্রোপচার করা হয় তাঁর। হাঁটুর নীচে বসানো হয়েছে প্লেট। অভিনেত্রীর অস্ত্রোপচার সফল হয়েছে। সোশ‍্যাল মিডিয়ায় নিজে বার্তা দিয়ে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, অনেকটাই সুস্থ আছেন তিনি। তবে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে এখনো কিছুটা সময় লাগবে। সকলের শুভেচ্ছা, প্রার্থনার জন‍্য ধন‍্যবাদ জানিয়েছিলেন প্রিয়াঙ্কা।

সম্পর্কিত খবর

X