কিভাবে পালন করছেন প্রিয়াঙ্কা ৩৭ বছরের জন্মদিন? জেনে নিন

বাংলা হান্ট ডেস্ক: ভারতীয় সিনেমা জগতের সবথেকে পরিচিত নামগুলোর মধ্যে একটি প্রিয়াঙ্কা চোপড়া। আজ ১৮ জুলাই নিজের ৩৭ বছরে পা দিলেন তিনি।জন্মদিন সেলিব্রেট করছেন পিগি চপস। এবছর মার্কিন মুলুকে নিজের বন্ধু-বান্ধব সহকর্মীদের সঙ্গেই সেলিব্রেট করলেন প্রিয়াঙ্কা। তাঁর জন্মদিনে সারপ্রাইজ কেক নিয়ে হাজির হন প্রিয়াঙ্কার সহকর্মীরা। তাঁর জন্য বিশাল বড় একটা কেক আনতে দেখে ভালোই অবাক হন তিনি, খুশিও হন খুবই।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে প্রিয়াঙ্কার জন্মদিন সেলিব্রেশনের ভিডিয়ো। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রিয়াঙ্কা কয়েকজনের সঙ্গে যখন কথা বলতে ব্যাস্ত ছিলেন তখনই হঠাৎ তার জন্য সারপ্রাইজ কেক নিয়ে হ্যাপি বার্থ ডে উইশ করতে করতে হাজির হন তার সহকর্মী ও বন্ধু বান্ধবরা। সকলের সামনেই নিজের জন্মদিনের কেক কাটেন পিগি চপস। তবে এই সেলিব্রেশন স্বামী নিক জোনাস অনুপস্থিত ছিলেন।তবে দিন তো এখনও বাকি। আরো বিশেষ কোনো উপহার হয়ত এখনও অপেক্ষা করছে তার জন্য।

 

সম্পর্কিত খবর