WTC ফাইনালে অজিদের হারালেই মালামাল হয়ে যাবেন রোহিতরা! পাকিস্তানকের কপালে জুটবে কি কিছু?

বাংলা হান্ট নিউজ ডেস্ক: আইসিসি (ICC) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২১-২৩ মরশুমের জন্য আজই পুরষ্কারের পরিমাণ ঘোষণা করেছে আইসিসি। জানা গিয়েছে মোট ৩.৮ মিলিয়ন ডলার বা প্রায় ৩২ কোটি টাকা, এই টুর্নামেন্টে অংশ নেওয়া নয়টি দলের মধ্যে ভাগ করে দেওয়া হবে। অস্ট্রেলিয়া (Australian Cricket Team) এবং ভারত (Team India) ৭ই জুন থেকে লন্ডনের ওভালে এই টুর্নামেন্টের ফাইনাল খেলতে নামবে।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতে এবার যারা শিরোপা ঘরে তুলবে, তাদের ১.৬ মিলিয়ন ডলার বা প্রায় ১৪ কোটি টাকার বিশাল পুরষ্কার নিয়ে যাবে এবং রানার্স আপ পাবে ৮০০,০০০ ডলার বা প্রায় ৭ কোটি টাকা। এবারের টুর্নামেন্টের প্রাইজমানিতে কোনো পরিবর্তন হয়নি। গতবার অর্থাৎ ২০২১ সালে কোহলির ভারতকে হারিয়ে টুর্নামেন্ট জেতা কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডকে সাউদাম্পটনে ১.৬ মিলিয়ন ডলার দিয়েই পুরস্কৃত করা হয়েছিল যখন তারা বৃষ্টি-বিঘ্নিত ছয় দিনের ফাইনালে ভারতের বিরুদ্ধে আট উইকেটে জয় পেয়েছিল।

বিস্তারিতভাবে জেনে নিন কোন দল কত টাকা পেতে চলেছে:

● বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ বিজেতা দল: ১৩.২৪ কোটি টাকা
● রানার্স আপ দল: ৬.৫ কোটি টাকা
● তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা: ৩.৬ কোটি টাকা
● চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড: ২.৮ কোটি টাকা
● পঞ্চম স্থানে থাকা শ্রীলঙ্কা: ১.৬ কোটি টাকা

এরপরে যথাক্রমে ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম স্থানে থাকা নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ পাবে ৮২ লক্ষ টাকা করে।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর