বাংলাহান্ট ডেস্ক : বাসন্তী পুজোর প্যান্ডেলে আগুন ধরিয়ে মূর্তি নষ্ট করে দেওয়া নিয়ে চরম বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হল উত্তর ২৪পরগণার (North 24 Parganas) গোবরডাঙায়। সেখানকার বেরগুম কাছারিবাড়ি এলাকায় অগ্রদূত সংঘ ক্লাবের পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল বাসন্তী পুজোর। অভিযোগ, শনিবার ভোর রাতে দুষ্কৃতীরা প্যান্ডেলের পেছন থেকে আগুন ধরিয়ে দেয়। সম্পূর্ণ প্যান্ডেল পুড়ে যাওয়ার পাশাপাশি মূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। এই ঘটনায় উত্তেজিত স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে প্রতিবাদী জনতা। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে পুলিশ।
গোবরডাঙায় (North 24 Parganas) বাসন্তী পুজোকে কেন্দ্র করে বিশৃঙ্খলা
জানা গিয়েছে, অগ্রদূত সংঘ বিগত ৪০ বছর ধরে এলাকায় বাসন্তী পুজোর আয়োজন করে চলেছে। এবারে এমন ঘটনায় তীব্র চাঞ্চল্যকর জড়িয়ে এলাকায়। শনিবার সকালে খবর ছড়িয়ে পড়তেই বিক্ষুব্ধ স্থানীয়রা প্রতিবাদে অবরোধ করে রাস্তা। বেরগুম কাছারিবাড়ি মোড় (North 24 Parganas) এলাকায় প্রায় ৪০ মিনিট ধরে রাস্তা অবরোধ করে রাখা হয়। অশান্তির খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয় গোবরডাঙা থানার পুলিশ এবং হাবড়ার এসডিপিও।
অশান্তি ছড়িয়েছে এলাকায়: রাতের অন্ধকারেই দুষ্কৃতীরা এই ঘটনায় ঘটিয়েছে বলে অভিযোগ। শনিবার ভোর রাতে এই ঘটনা ঘটানো হয় বলে অনুমান করা হচ্ছে। সকালে খবর পেয়েই স্থানীয়দের ক্ষোভে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। আপাতত এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ।
আরো পড়ুন : পেট্রোল-ডিজেল চালিত গাড়িতে নিষেধাজ্ঞা, শহরের ভোল বদলাতে বড় পদক্ষেপ সরকারের
মোতায়েন হয়েছে পুলিশ: রাতের অন্ধকারকে কাজে লাগিয়ে কে বা কারা এই ঘটনা ঘটাল তা নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে গোবরডাঙা (North 24 Parganas) থানার পুলিশ। গ্রামবাসীদের তরফেও দাবি করা হয়েছে, এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত রয়েছে তাদের যেন অবিলম্বে গ্রেফতার করা হয়। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে, গ্রামের দুটি গোষ্ঠীর মধ্যে পারস্পরিক বিবাদের জেরেই এই ঘটনা ঘটেছে।
আরো পড়ুন : ধরে রাখতে পারলেন না, দায়িত্ব পেতে না পেতেই তিন মাসের মধ্যে ট্রাম্পের সরকার ছাড়ছেন মাস্ক!
ঘটনায় এলাকায় এখনো বজায় রয়েছে উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ। বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। খুব শীঘ্রই আসল অপরাধী ধরা পড়বে বলে আশাবাদী পুলিশ।