চাঁদা নিয়েও স্কুলে অনুষ্ঠান না করার অভিযোগ! ছাত্র-শিক্ষক সংঘর্ষে উত্তপ্ত মালদা

বাংলা হান্ট ডেস্ক : ফের উত্তপ্ত মালদা (Malda)। ছাত্র-শিক্ষক সংঘর্ষে অগ্নিগর্ভ রতুয়া এলাকা। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের জন্য স্কুলের ছাত্রদের থেকে চাঁদা নেওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার ধুন্ধুমার বাঁধে সম্বলপুর হাই স্কুলে। বাঁশ-লাঠি হাতে পড়ুয়ারা শিক্ষকদের উপর হামলা চালায় বলে অভিযোগ। পালটা প্রতিরোধ করেন শিক্ষকরা। ফেরত দিতে হবে চাঁদার টাকা। এই দাবিতে রাজ্য সড়ক অবরোধ করে পড়ুয়ারা।

মালদহের স্কুলের অশান্তির কারণ নিয়ে এখনও যথেষ্ট রহস্য রয়েছে। একপক্ষের দাবি করছে, স্কুলের এক শিক্ষকের বিদায় সংবর্ধনার জন্য ছাত্রদের কাছ থেকে ৩০০-৪০০ টাকা চাঁদা নেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট পেরিয়ে গেলেও ওই অনুষ্ঠান করা হয়নি। এরপরই চাঁদার টাকা ফেরত চায় পড়ুয়ারা। এনিয়েই অশান্তির সূত্রপাত। যদিও অপর একটি সূত্রের অভিযোগ, স্কুলের দশম শ্রেণির পড়ুয়াদের ফেয়ারওয়েলের জন্য মাথা পিছু ৬০ টাকা চাঁদা নেওয়া হয়। কিন্তু সেই অনুষ্ঠান হয়নি। এর থেকেই শুরু হয় অশান্তি।

দুপক্ষের মধ্যে প্রথমে কতাকাটাকাটি, পরে হাতাহাতিতে গড়ায়। বাঁশ-লাঠি হাতে নিয়ে আক্রমণ চালায় ক্ষুব্ধ পড়ুয়ারা। পরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা।

malda

এর কয়েক মাস আগে, মালদায় সরকারি স্কুলের দেওয়াল ভেঙে মৃত্যু হয় ছাত্রের। ঘটনা চাউর হতেই স্কুলে ভাঙচুর। ঘটনা চাউর হতেই স্কুলে ভাঙচুর। ফাটানো হল টিয়ার গ্যাসের শেল। পাল্টা উত্তেজিত জনতার ছোড়া ইটের ঘায়ে জখম হয় পুলিসও। মালদার মোথাবাড়ির বাঙ্গিটোলা হাইস্কুলে ছাত্রের আহত হয়ে মৃত্যুর ঘটনায় ধুন্ধুমার।

টিফিন পিরিয়ডের পর বাথরুমে যায় একাদশ শ্রেণির জিশান শেখ। সঙ্গে ছিল তাঁর বন্ধু জিশান মোমিন। আচমকাই তাদের উপর পড়ে বাথরুমের দেওয়াল।গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র ও পরে মালদা মেডিক্যাল কলেজে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। জিশান শেখকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা।

Sudipto

সম্পর্কিত খবর