ইলন মাস্ক দায়িত্ব নিতেই বসে গেল ট্যুইটার! চরম ভোগান্তি বিশ্বজুড়ে

বাংলাহান্ট ডেস্ক : মাইক্রো ব্লগিং সাইট টুইটারে (Twitter) শুরু হল বিপত্তি। দুনিয়া জুড়ে অসংখ্য ইউজার অভিযোগ জানান তারা টুইটার ব্যবহার করতে পারছেন না। অনেকেই বলছেন, টুইটারে লগ ইনই করা যাচ্ছে না। আবার অনেকে বলছেন, টুইটারে ফিডে আসছে না নতুন কোনও পোস্ট। ওয়েব ও অ্যাপ দুটোতেই একই সমস্যা হচ্ছে। ক দিন আগেই হোয়াটসঅ্যাপে যে সমস্যা হয়েছিল। সেই একই সমস্যা টুইটারেও। এই সোশ্যাল মিডিয়াবিকল হওয়া পিছনে ইলন মাস্কের (Elone Musk) কর্মী ছাঁটাইয়ের ঘোষণার কোনও যোগসূত্র আছে কি না তা নিয়ে চলছে জল্পনা।

তবে এই প্রথম নয়। এর আগেও টুইটারে একই রকম সমস্যা হয়। চলতি বছরের ১৫ জুলাই প্রায় ২ ঘণ্টার জন্য বিশ্বব্যাপী স্তব্ধ হয়ে যায় টুইটার। সন্ধে ৫টা থেকে এই সমস্যা শুরু হয়। দীর্ঘক্ষণ এই সমস্যা থাকার জন্য টুইট করা থেকে শুরু করে বিভিন্ন ফিচার ব্যবহার করতে সমস্যায় পড়েন অনেকেই। বিশ্বব্যাপী এই সমস্যা তৈরি হয় বলে জানা যায়।

সেবার মূলত টুইটার ফিডের সমস্যা দেখা দিয়েছিল। ওই সময়ের মধ্যে যাঁরা টুইটার চালু করেছিলেন তাঁদের টুইটার লোডিংয়ে সমস্যা দেখা দিয়েছিল। এবিষয়ে অনেকেই পরবর্তী সময়ে টুইট করে জানিয়েছেন। তাঁরা লিখেছেন , বেশিরভাগ সময়ে এরর মেসেজ পান তাঁরা। এছাড়াও অনেক ক্ষেত্রেি পুরনো টুইট দেখিয়েছে অনেক বার। ফলে নতুন কোনও টুইট করা হলেও তা ফিডে দেখা যায়নি।

সেটি দ্বিতীয়বারের জন্য বড়সড় সমস্যার মুখোমুখি হন টুইটার ব্যবহারকারীরা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে এই ধরনের সমস্যা তৈরি হয়েছিল। এবং ফের জুলাই মাসে একই সমস্যার মুখোমুখি হতে হল ব্যবহারকারীদের। যদিও ইলন মাস্ক-এর টুইটার ডিলের পর এটিই প্রথম সমস্যা ছিল বলে জানা যায়।


Sudipto

সম্পর্কিত খবর