বকরি ইদে কুরবানির জন্য আবাসনে বাঁধা হল ছাগল! প্রতিবাদে হনুমান চালিশা পাঠ ও জয় শ্রী রাম স্লোগান হিন্দুদের

বাংলা হান্ট ডেস্ক : বকরি ইদ উপলক্ষে আবাসনে দু’টি ছাগল নিয়ে এসেছিলেন এক ব্যক্তি। আগামীকাল, বৃহস্পতিবার ইদের দিন সে দু’টিকে কুরবানি দেওয়ার পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু তার আগেই আবাসনে ছাগল নিয়ে আসা নিয়ে তীব্র অশান্তি তৈরি হল অন্য আবাসিকদের প্রতিবাদে।

মঙ্গলবার মুম্বইয়ের (Mumbai) মীরা রোডের একটি অভিজাত আবাসনের বাসিন্দা মহসিন শেখের বিরুদ্ধে অন্য আবাসিকরা রীতিমতো সুর চড়াতে শুরু করেন এই ঘটনায়। আবাসিকদের একাংশ দাবি করেন, সোসাইটির মধ্যে কোনওভাবেই কুরবানি দেওয়া যাবে না ছাগল। শুধু তাই নয়, প্রতিবাদে তাঁরা তারস্বরে হনুমান চালিশা পাঠ শুরু করেন। কেউ কেউ জয় শ্রীরাম স্লোগানও দিতে শুরু করেন চড়া গলায়!

মহসিন শেখ নামের ওই বাসিন্দার অবশ্য দাবি, এমন ঘটনা নতুন নয়। কারণ ওই আবাসনে প্রায় ২০০-২৫০টি মুসলিম পরিবার বাস করেন। ফলে তাঁরা প্রতি বছরই কুরবানির জন্য ছাগল নিয়ে আসেন। আবাসনের মধ্যে প্রতি বছরই এমন ছাগল এনে বাঁধা থাকে।

mumbai 2

কিন্তু এ বছরেই সমস্যা তৈরি হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সোসাইটিতে ছাগল রাখা যাবে না। সেই কারণেই তিনি নিজের ঘরে ২টি ছাগল নিয়ে আসেন বলে দাবি মহসিনের। কিন্তু প্রতিবাদ শুরু করেন অন্য আবাসিকরা।

খবর পেয়ে মীরা রোডের ওই আবাসনে পৌঁছয় পুলিস। পরে অবশ্য মহসিন শেখ নামে ওই ব্যক্তি পুলিসের নির্দেশে ছাগল দু’টি বের করে দিতে বাধ্য হন আবাসনের বাইরে।

এদিকে, সরকারি নির্দেশিকা মেনেই পালন করতে হবে কোরবানি প্রথা। বকরি ইদের মুখে দেশের সমগ্র মুসলিম সম্প্রদায়ের কাছে আবেদন জানাল ‘জামিয়াৎ উলেমা-ই-হিন্দ’। এই ইস্যুতে সোশাল মিডিয়ায় আর্জি জানিয়েছে ইসলাম ধর্মাবলম্বীদের এই সংগঠন।


Sudipto

সম্পর্কিত খবর