বাংলাহান্ট ডেস্কঃ ‘প্রদীপের নীচেই সবচেয়ে বেশী অন্ধকার’, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (sushant Singh Rajput) আকস্মিক প্রয়ানে বলিউডের সেই কালো দিকই খানিকটা উন্মুক্ত হল সাধারণ মানুষের সামনে। এবার এই অন্ধকার জগৎকে সম্পূর্ণ প্রকাশ্যে আনতে চলেছেন প্রযোজক সনোজ মিশ্র (sanoj misra)।
২০২০ সাল বলিউডে একের পর এক বলি নিয়েছে। ইরফান খান, ঋষি কাপুরদের তালিকায় এবার যোগ হল আরো এক তারকার নাম, সুশান্ত সিং রাজপুত। ইরফান খান বা ঋষি কাপুরের তুলনায় অনেকখানি নবাগত সুশান্ত ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে মানভ দেশমুখের চরিত্রে অভিনয়ের সুযোগ পান সুশান্ত। তারপর আর তাকে ফিরে তাকাতে হয় নি। ‘কায় পো চে’ , ‘ ছিছোড়ে ‘, ‘এম এস ধোনি : আ আনটোল্ড ‘ স্টোরির মত সিনেমায় নিজের অভিনয় দক্ষতা চিনিয়েছেন।
১৪ জুন রবিবার, নিজের বান্দ্রার বাড়িতে পাওয়া গিয়েছে সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। বাড়ির পরিচারক প্রথম দেখতে পেয়ে পুলিশে খবর দেন। জানা গিয়েছে বেশ কিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন ৩৪ বছর অভিনেতা।এই মুহুর্তে ঘরের ছেলে সুশান্তের প্রয়ানে বলিউডের বিরুদ্ধে ফুঁসছে গোটা বিহার। কুশপুত্তলিকা পোড়ানো থেকে অনলাইন পিটিশন আগুনের আঁচ যে গনগনে তা টের পাচ্ছেন বলিউডের তথাকথিত একচ্ছত্র ক্ষমতা অধিকারী তারকারা। এবার হতে চলেছে আরো বড় পর্দাফাঁস।
গান্ধীগিরি, কাশী টু কাশ্মীর, রাম কি জন্মভূমির মত বিতর্কিত ছবির পরিচালক সনোজ মিশ্র। বলিউড তাকে চেনে ‘বিহারী বয়’ হিসাবেই৷ স্পষ্ট বয় থেকে পরিচালক হয়ে ওঠার জার্নিটা সহজ ছিল না পরিচালকের। তাই তিনি জানেন বলিউডে বাইরের লোকদের কিভাবে প্রতিপদে ষড়যন্ত্রের শিকার হতে হয়। বিশেষ কয়েকটি পরিবারের এই ভোগদখলের রাজনীতিকে প্রকাশ্যে আনতে চলেছেন বলে জানিয়েছেন তিনি। ছবিটির নাম হবে ‘সুশান্ত’ আর তাতে থাকবে সুশান্তের মতই অত্যাচারিত ছোট শহরের অভিনেতাদের গল্প। ইতিমধ্যেই ছবির কাস্টিং এর কাজ অনেকটাই এগিয়েছে বলে জানিয়েছেন পরিচালক।