সেন্সর বোর্ড ছাড়া কারোর অধিকার নেই, বাংলায় কেরালা স্টোরি নিষিদ্ধ করে বিপাকে মুখ্যমন্ত্রী!

বাংলাহান্ট ডেস্ক: কিছুদিন আগে মুক্তি পেয়েছে ‘দ্য কেরালা স্টোরি’ (The Kerala Story)। আর সেই সঙ্গে বলিউড থেকে রাজনৈতিক মহলে ছড়িয়ে পড়েছে বিতর্কের আঁচ। অবশ্য এই ছবিটি নিয়ে যে গণ্ডগোল বাঁধার একটা সম্ভাবনা রয়েছে তা আগে থেকেই আঁচ করেছিলেন অনেকে। আর তার সত্যতা প্রমাণ করে ছবি মুক্তির পরপরই একাধিক রাজ্যে নিষিদ্ধ করা হল ছবিটি, যে তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গও।

সোমবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে এই ছবিটির প্রদর্শনী বন্ধ করার নির্দেশ দিয়েছেন। দ্য কেরালা স্টোরির গল্পকে ‘বিকৃত’ বলে দাবি করে তিনি বলেন, এই ছবির জন্য রাজ্যে হিংসার পরিস্থিতি তৈরি হতে পারে। তাই কোনো হলেই এই ছবি দেখানো যাবে না। এবার এই প্রসঙ্গে প্রোডিউসার গিল্ড অফ ইন্ডিয়া স্পষ্ট জানিয়ে দিল, কোনো ছবি মুক্তি বন্ধ করার অধিকার রয়েছে একমাত্র সেন্সর বোর্ডের।

mamata kerala

পশ্চিমবঙ্গের পাশাপাশি তামিলনাড়ুতেও নিষিদ্ধ করা হয়েছে দ্য কেরালা স্টোরিকে। কিন্তু ছবির প্রদর্শন বন্ধ করার সিদ্ধান্ত কতটা আইনত সঠিক তা নিয়ে প্রশ্ন উঠছিলই। এমতাবস্থায় ধন্দ কাটিয়ে দিল খাস প্রোডিউসারস গিল্ড অফ ইন্ডিয়া। সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন ছাড়া অন্য কারোর কোনো অধিকার নেই ছবি মুক্তিতে নিষেধাজ্ঞা জারি করার।

পশ্চিমবঙ্গে দ্য কেরালা স্টোরি নিষিদ্ধ হওয়া নিয়ে পরিচালক সুদীপ্ত সেন বলেছেন, আইনি পদক্ষেপ নিতে চলেছেন তাঁরা। সুদীপ্ত সেনের কথায়, ছবিটি সেন্সর বোর্ডে পাশ হয়েছে। সেন্সর বোর্ডের সাংবিধানিক স্বীকৃতি রয়েছে। এছাড়াও সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ রয়েছে, ছবিটির প্রদর্শনী বন্ধ করা যাবে না। তাই নিষিদ্ধ শব্দটাই ভুল বলে মন্তব্য করেন পরিচালক।

মুখ্যমন্ত্রীর পদক্ষেপকে ‘অবৈধ’ বলে দাবি করে সুদীপ্ত সেন বলেন, সেন্সর বোর্ডে পাশ হওtয়া এবং সুপ্রিম কোর্টের নির্দেশ প্রাপ্ত ছবির প্রদর্শনী বন্ধ করার আইন আছে কিনা তিনি জানেন না। তবে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তাঁরা আইনের দ্বারস্থ হবেন।

Niranjana Nag

সম্পর্কিত খবর