ওয়েব সিরিজ তৈরির আগেই হিট, নয়া রূপে দর্শকদের সামনে ধরা দেবেন শাহরুখ পুত্র

বাংলাহান্ট ডেস্ক : খুব অল্প বয়সেই নাম জড়িয়েছেন মাদক কাণ্ডে। স্টার কিড জেলে কাটাতে হয়েছে এক মাস। অবশেষে জামিনে ফিরে আসেন বাড়ি। তবুও চলছিল এই মামলা। ২০২০ সালের মাঝামাঝি সময় তাঁকে নির্দোষ ঘোষণা করে এনসিবি। তিনি শাহরুখ পুত্র আরিয়ান খান।

২০২২ সালের শুরু থেকেই ক্যারিয়ারের প্রতি ফোকাস করেন শাহরুখ পুত্র। বাবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একাধিক কাজ করতে দেখা গিয়েছে তাঁকে। এবার তাঁকে দেখা যাবে এক গুরুত্বপূর্ণ দায়িত্বে।

aryan khan 5 1633751035

অভিনয় জগত একেবারেই পছন্দ নয় শাহরুখ পুত্র আরিয়ান খানের। তিনি ভীষণ পছন্দ করেন লেখালেখি করতে। আর সে কারণেই পরিচালনার কাজে বেছে নিয়েছেন এই স্টারকিড। যদিও শাহরুখ খানের কন্যা সন্তান সুহানা খান খুব শীঘ্রই ধরা দিতে চলেছেন বলিউডে।

জানা যাচ্ছে, ওয়েব সিরিজ নিয়ে আসছেন শাহরুখপুত্র আরিয়ান খান। আপাতত সেই কাজ নিয়েই ব্যস্ত তিনি। তার ছবিতে ধরা পড়বে তরুণদের আকাঙ্ক্ষা, স্বপ্ন এবং দুঃস্বপ্নের কাহিনী। সুত্র মারফত জানা যাচ্ছে, নেট নেটফ্লিক্সে মুক্তি পাবে শাহরুখ পুত্রের ছবি। ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে শাহরুখ-গৌরীর হোম প্রোডাকশন রেড চিলিস এন্টারটেনমেন্ট।

ঘনিষ্ঠ মহল সূত্রে জানা যাচ্ছে, প্রায় শেষের দিকে ছবির কাজ। ইতিমধ্যেই বড় বড় ফ্লেমিং প্ল্যাটফর্ম গুলি চুক্তি করতে চাইছে আরিয়ানের সঙ্গে। কিন্তু আরিয়ান সকলকেই ফিরিয়ে দিচ্ছেন। বাবার নাম কাজে লাগিয়ে কেরিয়ার গড়তে চাইছেন না শাহরুখ পুত্র।

additiya

সম্পর্কিত খবর