অভয়া তহবিল নিয়ে বিতর্ক অব্যাহত! এবার আসরে ফ্রন্টের ‘বি টিম’? তুঙ্গে জল্পনা

বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর হাসপাতালে চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডের পর থেকেই প্রতিবাদে সরব ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট (Junior Doctors)। মিছিল থেকে শুরু করে আমরণ অনশন, বাদ যায়নি কিছুই। তবে সম্প্রতি তিলোত্তমার বিচার চেয়ে সংগৃহীত কয়েক কোটির তহবিল নিয়ে তদন্ত ও সরকারি কমিটিগুলিতে ফ্রন্ট এবং অ্যাসোসিয়েশনের সমানাধিকারের দাবি উঠতেই অনিকেত-কিঞ্জলদের সংগঠন জোর চাপে পড়েছে বলে অভিযোগ। সেই কারণে ফ্রন্ট এবার তাদের ‘বি টিম’কে আসরে নামিয়েছে বলে দাবি করা হচ্ছে।

  • আসরে নামল জুনিয়র ডক্টরস ফ্রন্টের ‘বি টিম’ (Junior Doctors)?

মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেছে প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস নামের একটি সংগঠন। আরজি কর কাণ্ডের (RG Kar Case) পর গত আগস্ট মাস থেকে রাজ্যজুড়ে যখন আন্দোলনের ঢেউ উঠেছে, তখন খুঁজে পাওয়া যায়নি এই সংগঠনকে। পাল্টা আন্দোলন তো দূরে থাক, রাজ্য কিংবা শাসকদলের হয়ে একটি বিবৃতিও দিতে দেখা যায়নি তাদের। গতকাল প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে নিজেদের তৃণমূলপন্থী বলে দাবি করলেও এই নিয়ে মাথাচাড়া দিয়েছে নয়া বিতর্ক!

সুপ্রিম কোর্টের তরফ থেকে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হলেও অনিকেত-কিঞ্জলরা যখন কর্মবিরতির সিদ্ধান্তে অনড় ছিলেন, তখন নিজেদের তৃণমূলপন্থী হিসেবে দাবি করা এই সংগঠন কেন মুখ বুজে ছিল? দেখা দিয়েছে এই প্রশ্ন। জুনিয়র চিকিৎসকদের (Junior Doctors) আরেক সংগঠনের অভিযোগ, তিলোত্তমার বিচারের নামে যে কোটি কোটি টাকা উঠেছে, সেখান থেকে স্পনসরশিপ নিয়েই এই প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরসরা আসরে নামলেন কিনা সেটা খতিয়ে দেখতে হবে।

আরও পড়ুনঃ অন্যের পুকুরে ছট পুজো! বিজ্ঞাপন দিত KMDA! মামলা হতেই বিরাট নির্দেশ হাইকোর্টের

জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রশ্ন, বিগত প্রায় আড়াই মাস ধরে বাম এবং অতি বামের নেতৃত্বে যখন অরাজকতা চলছে এবং রাজ্যের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাকে পঙ্গু করে দেওয়ার চেষ্টা চলছে, সেই সময় এই প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস সংগঠন কোথায় ছিল?

RG Kar case junior doctors protest

জুনিয়র ডক্টরস অ্যাসোসিয়েশনের শ্রীশ চক্রবর্তী এই প্রসঙ্গে বলেন, তিলোত্তমার বিচারের নামে সংগৃহীত কয়েক কোটি টাকার তহবিল নিয়ে তদন্ত চাইতেই ভয় পেয়ে গিয়েছেন ফ্রন্টের নেতারা। সেই কারণে এই প্রোগ্রেসিভ ডক্টরসদের (Junior Doctors) নামে কয়েকজনকে ‘মাঠে’ নামিয়েছেন। এই সংগঠনকে ফ্রন্টের ‘বি টিম’ বলে তোপ দাগেন তিনি। একইসঙ্গে অভিযোগ করেন, অনিকেত-কিঞ্জলরা আরজি কর সহ রাজ্যের নানান মেডিক্যাল কলেজে যে ‘টেরর কালচার’ শুরু করেছে, এই প্রোগ্রেসিভ জুনিয়র ডক্টরস সংগঠন সেটারই ‘বি টিম’।

ad

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর