অত‍্যধিক গরমের মধ‍্যে চলচ্চিত্র উৎসব, নন্দন ১-এ বন্ধ হয়ে যায় ছবির প্রদর্শনী

বাংলাহান্ট ডেস্ক: তীব্র দাবদাহের মধ‍্যেই শুরু হয়ে গিয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। পরপর দুবার তারিখ বদলানোর পর এই চরম গরমের মধ‍্যেই উৎসব শুরু করার পরিকল্পনা করা হয়। কিন্তু প্রচণ্ড গরমে চলচ্চিত্র উৎসবের প্রথম দিনেই ঘটল বিপত্তি।

গত ২৫ এপ্রিল, সোমবার নজরুল মঞ্চে শুভ সূচনা হয় ২৭ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের। আর বিপত্তিটা ঘটল মঙ্গলবার। অতিরিক্ত গরমের কারণে বেশ কিছুক্ষণ পর্যন্ত নাকি নন্দন ১ সিনেমা হলে ছবির প্রদর্শন বন্ধ রাখা হয়েছিল।

Untitled design 2021 12 30T202038 1
গোটা মার্চ এপ্রিল মাস জুড়ে বৃষ্টির দেখা পায়নি দক্ষিণবঙ্গ। অন‍্যান‍্য বার এই সময়ে কালবৈশাখীর জেরে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে মানুষ। কিন্তু এ বছর বিন্দুমাত্র বৃষ্টির দেখা মেলেনি। উত্তরবঙ্গ বৃষ্টিতে ভিজলেও জ্বলেপুড়ে যাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন‍্যান‍্য জেলা। ইতিমধ‍্যেই বেশ কিছু জায়গায় তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি।

এর মধ‍্যেই সপ্তাহ ব‍্যাপী চলচ্চিত্র উৎসব শুরু হয়েছে।নন্দন ১, ২, ৩, নজরুল তীর্থ ১, ২, রবীন্দ্র সদন, রবীন্দ্র ওকাকুরা ভবন, কনফারেন্স হল, চলচ্চিত্র শতবর্ষ ভবন, কলকাতা ইনফর্মেশন সেন্টার এবং শিশির মঞ্চ সহ মোট দশটি জায়গায় প্রদর্শিত হচ্ছে চলচ্চিত্র উৎসবেরের ছবি।

এর মধ‍্যে মঙ্গলবার প্রায় ১০-১৫ মিনিট নন্দন ১ এ শো বন্ধ রাখা হয়। ওই সময়টা নাকি প্রচণ্ড গরমে সার্ভার কাজ করছিল না। যদিও নন্দনের তরফে দাবি করা হয়েছে, পুরোটাই রটনা। হ‍্যাঁ, শো দশ মিনিটের জন‍্য বন্ধ রাখা হয়েছিল ঠিকই। সেটা প্রযুক্তিগত কিছু সমস‍্যার জন‍্য। দ্রুত সেটা ঠিক করেও ফেলা হয়।

তবে অত‍্যধিক গরমের জন‍্য যে সার্ভার কাজ করা বন্ধ করে দিয়েছিল বলে রটেছে সেটা গুজব বলেই দাবি করেছে নন্দন সিনেমা হল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে, প্রজেকশন রুমের তাপমাত্রা অত‍্যন্ত কম করে সেট করা থাকে। তাই গরমের জেরে কোনো বিপত্তি ঘটার সম্ভাবনাই নেই।


Niranjana Nag

সম্পর্কিত খবর