TMC কাউন্সিলরের উপর রেগে আগুন! বিরাট নির্দেশ দিয়ে দিল কলকাতা হাইকোর্ট

Published On:

বাংলা হান্ট ডেস্কঃ বিধাননগরে এক প্রমোটারের কাছ থেকে তোলাবাজির অভিযোগে নাম জড়িয়েছিল এলাকার তৃণমূল কাউন্সিলর (TMC Councilor) সমরেশ চক্রবর্তীর। মামলা গড়ায় কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) পর্যন্ত। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের মন্তব্য, সত্যিটা সামনে আনার জন্য যেভাবে তদন্ত করা দরকার সেভাবেই পুলিশকে এগোতে হবে বলে নির্দেশ হাইকোর্টের।

অভিযোগ, ওই তৃণমূল কাউন্সিলর প্রোমোটারদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করেন। টাকা না দিলেই শাসানি। এমনকি প্রাণে মারার হুমকি পর্যন্ত দেওয়া হয়। এই নিয়েই মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে। এদিন সেই মামলাতেই বড় নির্দেশ দিল হাইকোর্ট। সংশ্লিষ্ট প্রোমাটারের পাহারায় দুজন পুলিশ কর্মীকে মোতায়েন করার নির্দেশ দিয়েছে উচ্চ আদালত।

আরও পড়ুন: শুধু সময়ের অপেক্ষা! শেখ হাসিনার মতোই অবস্থা হবে ইউনূসের? বাংলাদেশে ফের ভয় ধরাচ্ছে ছাত্র আন্দোলন

বিচারপতি নির্দেশ, যে সকল ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদের প্রত্যেকের ভূমিকা পুলিশকে খতিয়ে দেখতে হবে। নিরাপত্তা চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন করেছিলেন বাগুইআটির প্রোমোটার কিশোর হালদার। আদালতে তিনি জানান, গত ডিসেম্বর মাসে তার উপর হামলা হওয়ার পর থেকে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।

আরও পড়ুন: কেউ বিটেক, কেউ এমকম! কলকাতায় ধৃত উত্তরপ্রদেশের দুষ্কৃতীরা উচ্চশিক্ষিত! জানাল লালবাজার

এরপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষের নির্দেশ, ওই প্রোমোটারের নিরাপত্তার জন্য দু’জন পুলিশ কর্মীকে মোতায়েন করতে হবে। হাইকোর্টের তরফে বিধাননগরের পুলিশ কমিশনারকে যত দ্রুত সম্ভব এই নির্দেশ পালন করার কথা বলা হয়েছে। তবে এ ব্যাপারে অভিযুক্ত প্রোমোটারের কোনও প্রতিক্রিয়া জানা যায়নি।

Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর

X