বাংলাহান্ট ডেস্কঃ আমাদের প্রত্যেকের জীবনই নানা সমস্যায় পরিপূর্ন। জ্যোতিষ মতে আমাদের জন্মছক বা পূর্বজন্মের কোনো কারনে ঘটে এই সব সমস্যার সূত্রপাত। বিভিন্ন রত্ন ধারন করলে অনেকসময় এই সমস্যার থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু সব সময় রত্ন ধারন করেই সমস্যার সমাধান হয় না। তার এক মাত্র কারন সঠিক ভাবে রত্ন না ধারন করা। সঠিকভাবে রত্ন না ধারন করলে হতে পারে বিপর্যয়। সেই রত্নের খারাপ প্রভাব আপনার জীবন বিপন্ন করে তুলতে পারে। তাই সঠিক ভাবে রত্ন ধারনের নিয়ম জানা উচিত
সাধারণত শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত সময়টি বাদ দিয়ে রত্ন ধারণ করলে শুভ ফল লাভ সম্ভব। পুষ্যা, অশ্লেষা, হস্তা, মঘা, অনুরাধা, ধনিষ্ঠা, মৃগশিরা, উত্তরাষাঢ়া, উত্তর ভাদ্রপদ, উত্তর ফাল্গুনী, রোহিণী, চিত্রা নক্ষত্র বাদ দিয়ে এবং শুক্লা চতুর্থী, নবমী, চতুর্দশী বাদ দিয়ে যে কোনও তিথিতে শুভ যোগে রত্ন ধারণ করতে পারেন আপনি। অমৃতযোগ ও মাহেন্দ্র যোগেও রত্ন ধারণ শুভ।
এবার জেনে নিন কোন আঙ্গুলে কোন গ্রহের রত্ন পড়বেন
রবি: অনামিকাতে বা তর্জনীতে ,চন্দ্র: অনামিকা বা কনিষ্ঠাতে , মঙ্গল: অনামিকা বা তর্জনীতে , বুধ: কনিষ্ঠা বা মধ্যমাতে, বৃহস্পতি: তর্জনী বা অনামিকাতে, শুক্র: কনিষ্ঠ বা মধ্যমাতে , শনি: মধ্যমাতে
কোন রত্ন কোন আঙ্গুলে পড়তে হয়
নীলা: মধ্যমা , হীরা: কনিষ্ঠা বা অনামিকায়, চুনি: অনামিকা বা তর্জনীতে, পাণ্ণা: কনিষ্ঠা বা অনামিকায় , পোখরাজ: তর্জনী বা অনামিকায়, মুনস্টোন: অনামিকায় ,প্রবাল: তর্জনী বা অনামিকায়, মুক্তা: অনামিকা বা কনিষ্ঠায়