জমির মালিকানা নিয়ে বিবাদের দিন শেষ! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আনতে চলেছেন প্রপার্টি কার্ড

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra modi)  দেশের প্রতিটি গ্রামে স্বামীত্ব যোজনার আওতায় আনতে চলেছে প্রপার্টি কার্ড (property card) । গ্রামবাসীদের জমির সঠিক তথ্য থাকবে এই কার্ডে ফলে জমির মালিকানা নিয়ে আর বিবাদে জড়াবে না গ্রামবাসীরা।

Narendra Modi 4

পঞ্চায়েতরাজ দিবসে দেশের গ্রামগুলিকে স্বনির্ভরতার ঘোষনা করেন প্রধানমন্ত্রী। গ্রাম পঞ্চায়েতগুলির কাজের দক্ষতা বাড়াতে ও প্রয়োজনীয় তথ্য জোগাতে ‘ই-গ্রামস্বরাজ অ্যাপ’ এর উদ্বোধন করেন তিনি। পাশাপাশি জমি-সম্পত্তির মালিকানা সংক্রান্ত ‘স্বামীত্ব যোজনা’-র উদ্বোধন করেন এদিন।

জানা যাচ্ছে, প্রায় ১ লক্ষ ৩২ হাজার ভারতীয়কে এই প্রপার্টি কার্ডের সুবিধা দেওয়া হবে। দেশের ৬টি রাজ্যের সাড়ে সাতশোরও বেশি গ্রাম পাবে এই সুবিধা। উত্তরপ্রদেশের ৩৪৬টি গ্রাম, হরিয়ানার ২২১টি গ্রাম, মহারাষ্ট্রের ১০০টি, মধ্যপ্রদেশের ৪৪টি, উত্তরাখণ্ডের ৫০টি ও কর্নাটকের ২টি গ্রামের বাসিন্দাদের মিলবে প্রপার্টি কার্ড।

জানা যাচ্ছে, মোবাইল ফোনে পাঠানো এসএমএস লিঙ্ক থেকেই এই কার্ড ডাউনলোড করা যাবে। ড্রোনের মাধ্যমে গ্রামবাসীদের জমি ম্যাপিং করে জিপিএস ম্যাপিংয়ে সম্পত্তির খতিয়ান তৈরি হবে। ফলে সম্পত্তি সংক্রান্ত সমস্ত বিবাদেরই অবসান হবে বলে মনে করছে মোদি সরকার।

 

 

 

সম্পর্কিত খবর