রোজগারের অভাবে লক্ষাধিক টাকার ঋণ, এদিকে বিলাসবহুল মার্সিডিজের মালকিন তৃণমূল প্রার্থী সায়ন্তিকা!

বাংলাহান্ট ডেস্ক: একুশের বিধানসভা নির্বাচনের আগে রাজনীতিতে যোগ দেওয়ার জোয়ারে ভেসেছেন তৃণমূলের (tmc) তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ‍্যোপাধ‍্যায়ও (sayantika banerjee)। দীর্ঘদিন টলিউডের কোনো ছবিতে দেখা যায়নি তাঁকে। ঝুলিতে রয়েছেও মাত্র গুটিকয়েক ছবি। এহেন সায়ন্তিকা হঠাৎ করেই রাজনীতিতে যোগ দিয়ে চমকে দিয়েছিলেন সকলকে।

বাঁকুড়া থেকে তৃণমূলের হয়ে ভোটে লড়ছেন অভিনেত্রী। ইতিমধ‍্যেই ঢাক ঢোল বাজিয়ে নাচতে নাচতে মনোনয়ন জমা দিতে গিয়েছেন সায়ন্তিকা। নিয়ম মেনে নিজের সম্পত্তির হলফনামাও জমা দিয়েছেন তিনি। আর তা প্রকাশ‍্যে আসতেই জোর বিষম খাওয়ার দশা সকলের।

sayantikabanerjeejoins TMC
বাজারে বিভিন্ন বিষয়ে লক্ষাধিক টাকা ঋণ রয়েছে সায়ন্তিকার। হাতে নগদ টাকার পরিমাণ মাত্র ৪৩ হাজার ১২৭ টাকা। সল্টলেকের লাবণী এস্টেটে থাকেন সায়ন্তিকা। মোট আটটি ব‍্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে তাঁর। কিন্তু এর মধ‍্যে ৪টি ব‍্যাঙ্কে কোনো টাকাই নেই। বাকি ব‍্যাঙ্কে যা রয়েছে তার পরিমাণও চোখে পড়ার মতো কম।

বন্ধন ব‍্যাঙ্কের যৌথ অ্যাকাউন্টে ৩৪ হাজার ৭৯৬ টাকা রয়েছে সায়ন্তিকার। আইসিআইসিআই ব‍্যাঙ্কে রয়েছে ১ হাজার ৩৮৯ টাকা। অপর একটি ব‍্যাঙ্কে পড়ে রয়েছে মাত্র এক টাকা। অথচ তিনিই কয়েক বছর আগে একটি মার্সিডিজ বেঞ্জ কেনেন যার দাম প্রায় ৪৩ লক্ষ টাকা।

এই গাড়ি কিনতে গিয়ে এইচডিএফসি ব‍্যাঙ্কে ১৯ লক্ষ ৯১ হাজার ৮৯১ টাকা গাড়ি ঋণ নিয়েছেন সায়ন্তিকা। আইসিআইসিআই ব‍্যাঙ্ক থেকে ১৪ লক্ষ ৯৭ হাজার ১৮ টাকার ব‍্যক্তিগত ঋণ নিয়েছেন। অ্যাক্সিস ব‍্যাঙ্কের ক্রেডিট কার্ডে বাকি রয়েছে ১ লক্ষ ৪৩ হাজার ৩৯৭ টাকা। এমনকি ৩ লক্ষ ১০ হাজার টাকার জিএসটিও জমা দেওয়া বাকি সায়ন্তিকার। ২০২০-২১ অর্থবর্ষে সায়ন্তিকার মোট আয় ১১ লক্ষ ১৫ হাজার ৬০ টাকা।

রীতিমতো মিছিল করে বাজনা বাজিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান সায়ন্তিকা। স্থানীয় তৃণমূলের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে মনোনয়ন জমা দিতে যান অভিনেত্রী। বাঁকুড়ার হিন্দু হাইস্কুল মোড় থেকে শুরু হয় মিছিল। সায়ন্তিকাকে দেখতে রাস্তার দু পাশে নেমেছিল মানুষের ঢল। তাদের উদ্দেশে ফ্লাইং কিস ছুঁড়ে দিতেও দেখা যায় সায়ন্তিকাকে। বাজনার সঙ্গে সঙ্গে নাচও জুড়ে দেন তিনি।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর