বাংলা হান্ট ডেস্কঃ বছর শেষে বাড়ি ও সম্পত্তির কর (Property Tax) নিয়ে বড়সড় সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। যুগের সাথে তাল মিলিয়ে এবারে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। জন্য যাচ্ছে, আর অফলাইন নয়, এবার থেকে শহর কলকাতা এবং রাজ্যের বিভিন্ন পুরসভা এলাকায় নিজের বাড়ি ও সম্পত্তির কর অনলাইনে প্রদান করতে হবে।
২৩ ডিসেম্বর থেকে গোটা রাজ্যজুড়ে নয়া পক্রিয়া শুরু হয়ে যাবে। অর্থাৎ এবার থেকে আর অফলাইনে নয়, অনলাইনেই দিতে হবে বাড়ি ও সম্পত্তির কর। নবান্ন সূত্রে এমনটাই জানা যাচ্ছে। বিগত সময়ে পঞ্চায়েত এলাকায় কর নির্ধারণ প্রক্রিয়ার মধ্যে অনেক ত্রুটি ছিল। পঞ্চায়েত অঞ্চলের বাসিন্দাদের সম্পত্তি কর সঠিকভাবে আদায় করতে সমস্যার মুখে পড়তে হচ্ছিল রাজ্য পঞ্চায়েত দপ্তরকে। এবার নয়া প্রক্রিয়া চালু হলে সেই সমস্যা মিটবে বলেই মনে করা হচ্ছে।
নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই অনলাইনে কর চালুর বিষয়টি প্রত্যেক পঞ্চায়েতকে জানিয়ে দেওয়া হয়েছে পঞ্চায়েত দপ্তর তরফে। গ্রামে গ্রামে যাতে এই নয়া নিয়ম নিয়ে প্রচার করা হয় সেই কথা বলা হয়েছে। জানা যাচ্ছে, অনলাইনে ঠিকমতো কর জমা পড়ছে কিনা গোটা একমাস ধরে সেই বিষয় পর্যবেক্ষণ করা হবে। সেই স্তরে উত্তীর্ণ হলে তারপর গোটা রাজ্যেই এই ব্যবস্থা আসবে।
আরও পড়ুন: ঘুরে যাবে খেলা? সন্দেশখালির রেখা পাত্রর ইলেকশন পিটিশনের রিপোর্ট নিয়ে শোরগোল, ক্ষুব্ধ হাইকোর্ট
পঞ্চায়েত এলাকায় কর আদায়ের বিষয়টি নিয়ে বিস্তর চিন্তা-ভাবনা করেন মুখ্যমন্ত্রী। বিভিন্ন দফতরের সঙ্গে বৈঠকও করেন তিনি। ঠিক হয় পঞ্চায়েত এলাকার মানুষও অনলাইনেই বাড়ি ও সম্পত্তির কর জমা দেবেন। সূত্রের খবর, নয়া প্রক্রিয়া শুরু করার আগে প্রত্যেক পঞ্চায়েত সংশ্লিষ্ট বাসিন্দাদের সম্পত্তি কর সম্পর্কিত বেশ কিছু তথ্য পোর্টালে আপলোড করেছে। প্রত্যেকে একটি করে ফর্ম ফিলাপ করে নিজেদের পঞ্চায়েত অফিসে জমা দিয়েছেন। এই প্রক্রিয়ায় দেড় কোটির বেশি বাড়ির তথ্য ইতিমধ্যেই পোর্টালে আপলোড করা সম্ভব হয়েছে বলে খবর।