বাংলাহান্ট ডেস্ক : ছোট্ট টায়ার পাংচার সারানো দোকানের মালিক কোটিপতি! যা দেখে চক্ষু চড়কগাছ পুলিশের। উত্তরপ্রদেশের বেরেলির নাকাতিয়া এলাকায় ঘটনাটি ঘটেছে। ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে ওই ব্যাক্তিকে। টায়ার পাংচার সরানোর দোকানের মালিকের রাজকীয় জীবন যাপন দেখে এখন একটাই প্রশ্ন উঠেছে, এত টাকা তিনি কোথা থেকে পেলেন? আর এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে পুলিশের সামনে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য।
জানা গেছে, অভিযুক্ত ইসলাম খান নিরক্ষর ও বেকার। তিনি বেরেলিতেই দিল্লি-লখনউ হাইওয়ের পাশে একটি টায়ার পাংচার সরানোর ছোট্ট দোকান খোলেন ।এই কাজের সামান্য আয় দিয়ে তার কোনরকমে সংসার চলত। এর কিছু বছর পর থেকেই সে হঠাৎ করে বিলাসবহুল জীবনযাপন শুরু করেন।তারপর থেকেই পুলিশ তার ওপর নজরদারি শুরু করে।
এরপরই পুলিশ তদন্ত করে জানতে পারেন ইসলাম কুখ্যাত চোরাকারবারী লিটল ল্যাংড়ার সংস্পর্শে আসে ওই অভিযুক্ত ব্যক্তি। তারপর সে পাংচারের দোকানের আড়ালে মাদক ও স্ম্যাক পাচার শুরু করে। এরপরই সে কাঁচা টাকা উপায় করতে শুরু করে। এমনকি এই ব্যাবসা করে অভিযুক্ত ব্যক্তি একটি শোরুম ও একটি বিলাসবহুল বাড়ি তৈরি করেন।সব মিলিয়ে বর্তমানে তার প্রায় ৭ কোটি টাকার সম্পত্তি। যার অধিকাংশ তার স্ত্রী ও ছেলের নামে করা আছে।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার