আগামী ২ বছরের মধ্যে ভয়ঙ্কর মন্দা আসবে পৃথিবীতে, ডুববে স্টার্টআপগুলো! ভবিষ্যৎবাণী এলন মাস্কের

বাংলাহান্ট ডেস্কঃ করোনা মহামারির মন্দা দশা এখনও কাটিয়ে উঠতে পারেনি গোটা বিশ্ব। কিন্তু এরই মধ্যে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি এবং টেসলা এবং স্পেসএক্সের মতো কোম্পানির মালিক ইলন মাস্ক (elon musk) আরও একটি খারাপ ভবিষ্যৎবাণী করলেন।

নিজের মতামত প্রকাশের বিষয়ে ট্যুইট মাধ্যমে বেছে নিয়েছিলেন ইলন মাস্ক। আর সেই স্যোশাল মিডিয়া মাধ্যম থেকেই গত ৩০ শে ডিসেম্বর বৃহস্পতিবার তিনি তা শেয়ার করে নেন। আসুন জেনে নেওয়া যাক, কেনই বা এলন মাস্ক এমন মন্তব্য করলেন এবং এর পেছনেই বা কি উদ্দেশ্য রয়েছে।

বিষয়টা হল, ক্রিস্টোফার মিমস নামে একজন আমেরিকান সাংবাদিক আজকের দিনের ৯৩৬ টি স্টার্টআপ কোম্পানির একটি তালিকা পোস্ট করেছেন, যাদের দাম ১ বিলিয়ন ছাড়িয়ে গেছে এবং যেগুলিকে এখন ইউনিকর্ন কোম্পানি বলা হয়। নিজের ট্যুইটে ক্রিস্টোফার লিখেছিলেন, ‘৯৩৬ টি স্টার্টআপ কোম্পানির একটি তালিকা পোস্ট করছি, যাদের আজকের দিনে দাম ১ বিলিয়ন ছাড়িয়ে গেছে। আপনার কি মনে হয়, আগামী ৫ বছরে এর মধ্যে কতগুলি সংস্থা থাকবে এবং কতগুলি নতুন জায়গা করে নেবে?’

এই ট্যুইটের উত্তরে ইলন মাস্ক লেখেন, ‘ইতিহাস থেকে যদি শিক্ষা নেওয়ার প্রসঙ্গ আসে, তাহলে বলব- এর মধ্যে বেশকিছু কোম্পানি পরবর্তী মন্দায় টিকে থাকতে পারবে না। নিজেদের জায়গা ধরে রাখতে না পেরে, তাঁরা বন্ধ হয়ে যাবে’। এলন মাস্কের এমন মন্তব্য দেখে সেখানে কমেন্ট করেন জ্যাক নামের এক টুইটার ব্যবহারকারী। তিনি প্রশ্ন করেন, ‘পরবর্তী মন্দা কখন আসছে, এই বিষয়ে আপনারা কি মনে করছেন?’

জ্যাকের উত্তরে মাস্ক লেখেন, ‘অর্থনীতির সঙ্গে সম্পর্কিত বেশকিছু জিনিস, যেমন মুদ্রাস্ফীতি খুবই একটি চ্যালেঞ্জিং বিষয়। যদি আমি মনে করি ২০২২ সালের শেষের দিকে কিংবা বসন্তের সময় এমনটা হতে পারে। যদি খুব দেরীও হয়, তাহলে ২০২৩ সালের মধ্যে ফের মন্দা আসতে পারে’।

Smita Hari

সম্পর্কিত খবর