হোটেলের বাথটবে জলকেলিতে মজলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা! তোয়ালে সুন্দরীর গ্ল‍্যামারে মুগ্ধ নেটপাড়া

Published On:

বাংলাহান্ট ডেস্ক: প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (prosenjit chatterjee) ও ঋতুপর্ণা সেনগুপ্ত (rituparna sengupta), একটা লম্বা সময় টলি ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন এই জুটি। বহু হিট ছবি উপহার দিয়েছেন সিনেপ্রেমীদের। অনেকে অভিযোগও করেছিলেন ইন্ডাস্ট্রির এই দুই মহারথীর জন‍্য ছবিতে সুযোগ পাননি অনেকেই। তবে প্রসেনজিৎ ও ঋতুপর্ণা যে টলিউডের দুই শক্ত খুঁটি তা স্বীকার করবেন অনেকেই। এমনকি দুই নায়ক নায়িকার প্রেমের গুঞ্জনও দীর্ঘদিন ‘হট গসিপ’ ছিল টলিপাড়ার।

তবে মাঝে কিছু মনোমালিন‍্যের জন‍্য অনেকদিন একসঙ্গে পর্দায় দেখা যায়নি প্রসেনজিৎ ঋতুপর্ণাকে। দীর্ঘ ১৩ বছর পর ‘প্রাক্তন’ ছবির দৌলতে দর্শক আবার ফিরে পায় তাদের প্রিয় জুটিকে। সুপারহিট হয়েছিল সেই ছবি। এতদিন পর প্রিয় জুটিকে পেয়ে ভালবাসায় ভরিয়ে দিয়েছিলেন অনুরাগীরা। আপাতত সিঙ্গাপুরে পরিবারের সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা। তবে কলকাতার সঙ্গে যোগাযোগ ঠিকই রেখে চলেছেন তিনি।


সিঙ্গাপুরে বসেও নিয়মিত সোশ‍্যাল মিডিয়ায় পোস্ট করে চলেছেন ঋতুপর্ণা। সম্প্রতি একটি ছবি পোস্ট করেছেন তিনি। বাথটবের ধারে বসে লেন্সবন্দি হয়েছেন অভিনেত্রী। শরীরে জড়ানো শুধু একটি তোয়ালে। তাতেই উপচে পড়ছে লাবণ‍্য। পঞ্চাশের দোরগোড়ায় এসেও এই পরিমাণ গ্ল‍্যামার ধরে রাখা কিন্তু চাট্টিখানি কথা নয়।

https://www.instagram.com/p/CQdJ20MLfOS/?utm_medium=copy_link

এক ইংরেজি সংবাদ পত্রের হয়ে এই ফটোশুট করেছেন ঋতুপর্ণা। টলি ইন্ডাস্ট্রির জনপ্রিয় ছয় অভিনেতা অভিনেত্রীদের নিয়ে করা হয়েছে এই বিশেষ ফটোশুট যেখানে বাথটবে বসে ক‍্যামেরার জন‍্য পোজ দিয়েছেন রাইমা সেন, প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, পাওলি দাম, ঋতুপর্ণা, অর্পিতা চট্টোপাধ‍্যায় ও সৌরসেনী মৈত্র। এই ফটোশুটের দৌলতে আবার প্রসেনজিৎ ঋতুপর্ণাকে দেখে খুশি অনুরাগীরা।

https://www.instagram.com/p/CQdFjn5jUzw/?utm_medium=copy_link

প্রসঙ্গত, গত বারের মতো এ বারও বাংলার মানুষের পাশে দাঁড়িয়েছেন ঋতুপর্ণা। সিঙ্গাপুরে বসেই এক করোনা আক্রান্ত বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেছেন তিনি। বিশেষ ভাবে সক্ষম মানুষদের টিকাকরণের ব‍্যবস্থাও করেছেন ঋতুপর্ণা। পাশাপাশি কলকাতার বন্ধুবান্ধবদের সঙ্গে মিলে কমিউনিটি কিচেন শুরু করেছেন ঋতুপর্ণা। দক্ষিণ কলকাতার করোনা আক্রান্তদের বাড়িতে খাবার পৌঁছানোর দায়িত্ব নিয়েছেন তিনি।

X