এই সুপারহিট ছবির প্রস্তাব এসেছিল, প্রসেনজিতের ছেড়ে দেওয়া সুযোগ লুফে নিয়ে সুপারস্টার হন সলমন

বাংলাহান্ট ডেস্ক : টলিউডে কয়েক দশক কাটিয়ে দেওয়ার পরেও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee) জনপ্রিয়তায় কোনো আঁচ আসেনি। বরং দিন দিন তা বেড়েই চলেছে। বিগত প্রায় এক দশক ধরে সম্পূর্ণ ভিন্ন ধারার ছবিতে দর্শকরা দেখছেন প্রসেনজিতের অভিনয় দক্ষতা। বাণিজ্যিক ছবি থেকে ভিন্ন ধারার ছবি সর্বত্রই চোখে পড়েছে প্রসেনজিৎ (Prosenjit Chatterjee) ম্যাজিক।

এই ছবিতে অভিনয়ের সুযোগ পেয়েছিলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)

টলিউড ইন্ডাস্ট্রিকে এক দক্ষ অভিভাবক রূপে দেখভাল করে আসছেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। এই ইন্ডাস্ট্রিতে তাঁর খ্যাতি দেখার মতো। কিন্তু সেই তুলনায় বলিউডে তেমন প্রভাব নেই কেন প্রসেনজিতের (Prosenjit Chatterjee)? তবে অনেকেই জানেন না, বলিউড ইন্ডাস্ট্রিতে জাঁকিয়ে বসার সুযোগ এসেছিল তাঁর কাছেও। কিন্তু স্বেচ্ছায় সেই সুযোগ সেই সুযোগ ছেড়ে দেন তিনি। আর সেই সুযোগ লুফে নিয়েই কেরিয়ারের মোড় যায় সলমন খানের।

Prosenjit chatterjee got this bollywood movie proposal

রাজি হননি প্রসেনজিৎ: স্পষ্ট করেই বলা যাক। বলিউডে পাকাপাকি ভাবে নিজের জায়গা করার সুযোগ পেয়েছিলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। তিনি নিজেই একবার জানিয়েছিলেন, ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবিতে অভিনয়ের সুযোগ এসেছিল তাঁর কাছে। কিন্তু সেই ছবি করেননি তিনি। সেই প্রস্তাব লুফে নেন সলমন। ছবিও হয়ে যায় সুপারহিট।

আরো পড়ুন : ডালহৌসির ফুটপাত থেকে উত্থান, এবার এসি রেস্তোরাঁ খুলে ফেললেন স্মার্ট দিদি নন্দিনী! ঠিকানা জানেন?

বলিউড নিয়ে মুখ খোলেন অভিনেতা: পরবর্তীকালে এক সাক্ষাৎকারে বলিউডে অভিনয় নিয়ে মুখ খুলেছিলেন প্রসেনজিৎ (Prosenjit Chatterjee)। তিনি বলেছিলেন, স্থানীয় অভিনেতারা তেমন কাজ পান না মুম্বইতে। তবে তিনি এও স্বীকার করেছিলেন যে টলিউডেই নিজের কেরিয়ার গড়তে চেয়েছিলেন। এই ইন্ডাস্ট্রি ছেড়ে অন্য কোথাও যেতে চাননি।

আরো পড়ুন : ‘আর যেন গালওয়ান না হয়’, সেনা প্রত্যাহারের পর প্রথম বৈঠক, চিনকে কড়া বার্তা রাজনাথের

তবে মাস কয়েক আগে হিন্দি ওয়েব সিরিজের হাত ধরেই ডিজিটাল দুনিয়ায় পা রাখেন প্রসেনজিৎ। ‘জুবিলি’ সিরিজটি নিয়ে ব্যাপক চর্চা হয়েছিল বলিউড। হিন্দি ইন্ডাস্ট্রির একাধিক অভিনেতাদেরও দেখা গিয়েছিল জুবিলি সিরিজে।

ad

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর