বাংলাহান্ট ডেস্ক: বুধবার সকাল সকাল প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee) -ফিরহাদ হাকিম (Firhad Hakim) সাক্ষাৎ। সকাল থেকেই আকাশের মুখ ভার। শুরু হয়েছে ‘অশনি’র বৃষ্টি। এর মধ্যেও প্রসেনজিতের মেয়রের বাড়ি যাওয়া নিয়ে শুরু হয়েছে জল্পনা। টলিউডের ‘ইন্ডাস্ট্রি’ কি তবে এবার তৃণমূল মুখী?
এক বছর আগে রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক পড়েছিল তারকাদের। তবে একে একে যেমন যোগ দিয়েছিলেন, তেমনি একে একে বেরিয়েও গিয়েছেন কয়েক মাস পরেই। প্রসেনজিতেরও রাজনীতিতে যোগদান নিয়ে একাধিক বার গুঞ্জন শোনা গিয়েছে। কিন্তু কোনোবারেই শিলমোহর পড়েনি তাতে।
দিন কয়েক আগেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে ‘শাহী ভোজ’ আর স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায়ের রাজ্যসভায় যাওয়া নিয়ে জল্পনা কল্পনা অব্যাহত। এর মাঝেই প্রসেনজিৎ মেয়রের বাড়িতে যাওয়ায় ফোকাস ঘুরে গিয়েছে ওদিকে? ব্যাপারটা কী?
বুধবার বেশ কিছুক্ষণ ফিরহাদ হাকিমের চেতলার বাড়িতে ছিলেন প্রসেনজিৎ। তিনি বেরিয়ে যাওয়ার পরেই সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হন মেয়র। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। প্রসেনজিৎ তাঁর দীর্ঘদিনের বন্ধু। দু মাস ধরে মুম্বই তে ছিলেন তিনি। তাই শহরে ফিরেই দেখা করতে এসেছিলেন। এর মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বলেই জানিয়েছেন ফিরহাদ।
তাঁর আরো দাবি, তিনি কমপক্ষে ৪০ বার সৌরভের বাড়িতে গিয়েছেন, খেয়েছেন। কিন্তু কোনোবারই কোনো খবর হয়নি। অথচ এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যাওয়ার পরেই জল্পনা শুরু হয়ে গিয়েছে। এমনকি শোনা যাচ্ছে, রাষ্ট্রপতির মনোনীত সদস্য হিসাবে রাজ্যসভায়ও যেতে পারেন সৌরভ জায়া ডোনা।
প্রসেনজিতের ব্যাপারটাও তেমনি বলে দাবি ফিরহাদ হাকিমের। অবশ্য রাজনৈতিক জল্পনা তিনি উড়িয়ে দিলেও অভিনেতা এখনো বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তাই জল্পনাও স্তিমিত হওয়ার লক্ষণ নেই।