বাংলাহান্ট ডেস্ক: অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের (Abhishek Chatterjee) অকালমৃত্যু অনেকগুলি প্রশ্ন তুলে দিয়েছিল। তার মধ্যে একটি হল, অভিষেকের সঙ্গে সম্পর্ক কেমন ছিল প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের (Prosenjit Chatterjee)? কারণ এতদিনে প্রায় সকলেই জেনে গিয়েছেন, বড়পর্দা থেকে সরে দাঁড়ানোর পর টলিউডের ‘ইন্ডাস্ট্রি’র দিকেই অভিযোগের আঙুল তুলেছিলেন অভিষেক।
প্রসেনজিৎ ও ঋতুপর্ণা জুটির মিলিত ষড়যন্ত্র নাকি তাঁকে ২০ টিরও বেশি ছবি থেকে সরিয়ে দিয়েছিল, একাধিক বার এই অভিযোগ করেছিলেন অভিষেক। পরবর্তীকালে স্বামীর মৃত্যুর পর সংযুক্তার মুখেও শোনা গিয়েছে সেকথা। এমনকি অভিষেকের মৃত্যুর পর প্রসেনজিতের শোকবার্তা দেখেও কটাক্ষ শানিয়েছিলেন অনেকে।
নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে মুখ খুলেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত। কিন্তু বরাবর চুপই থাকতে দেখা গিয়েছে প্রসেনজিৎকে। সম্প্রতি আনন্দবাজারের সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেন, অভিষেক ও তিনি খুব ভাল বন্ধু ছিলেন। একসঙ্গে প্রচুর কাজ করেছেন দুজনে। অভিষেক হঠাৎ চলে যাবেন তা ভাবতেও পারেননি প্রসেনজিৎ।
একই সঙ্গে আরেক সতীর্থ প্রয়াত তাপস পালেরও স্মৃতিচারণ করলেন অভিনেতা। অভিষেক চলে যাওয়ার পরে তুমুল সমালোচিত হয়েছেন তিনি। অভিযোগ উঠেছে, প্রসেনজিৎ নাকি অন্যের বেশি সাফল্য সহ্য করতে পারতেন না। অন্য অভিনেতাদের উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াতেন!
সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, তিনি কখনোই এ ব্যাপারে কিছুই বলতে চাননি। এখনো বলবেন না। কারণ তাঁর বিশ্বাস, ইতিহাস ঠিকই কথা বলবে। যেগুলো সত্যি সেগুলো কখনো বদলে যেতে পারে না, স্পষ্ট বক্তব্য প্রসেনজিতের।
অভিষেকের মৃত্যু সংবাদ পাওয়ার পরে প্রসেনজিৎ বলেছিলেন, কোনো প্রতিক্রিয়া দিতে চান না তিনি। তিনি স্পষ্ট বলেন, এতদিন যাবৎ অনেক মৃত্যু সংবাদের প্রতিক্রিয়া দিলেও এই খবরে কিছু বলতে পারবেন না তিনি।
অবশেষে সেদিন বিকেলে টুইটারে শোকবার্তা দেন প্রসেনজিৎ। অভিষেক চট্টোপাধ্যায়ের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই। কি বলব, কি লিখব… বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। তোর বিকল্প হবে না কোনোদিন। ভালো থাকিস রে বন্ধু।’
জ্বলন্ত আগ্নেয়গিরির উপর দিয়ে ভেসে চলছে বিমান, তরুণীর ভিডিও দেখে হতবাক নেটমাধ্যম!