বাবার পর ছেলেই হবেন ‘ইন্ডাস্ট্রি’! তৃষাণজিতের ভবিষ‍্যৎ নিয়ে মুখ খুললেন প্রসেনজিৎ

বাংলাহান্ট ডেস্ক: বলিউডে স্টারকিডরা বাবা মায়ের পথ ধরে আসেন অভিনয়ে। টলিউডেও অনেককেই সেই ধারা বজায় রাখতে দেখা গিয়েছে। অন‍্যতম উদাহরণ প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (Prosenjit Chatterjee)। বাবা বিশ্বজিৎ চট্টোপাধ‍্যায় টলিউডে তেমন ছবি না করলেও প্রসেনজিৎ টলি ইন্ডাস্ট্রির সর্বেসর্বা। তাঁর ছেলে তৃষাণজিৎও (Trishanjit Chatterjee) কি ভবিষ‍্যতের নায়ক হয়ে উঠবেন?

এখনো পর্যন্ত তৃষাণজিৎকে যতবারই ক‍্যামেরার সামনে দেখা গিয়েছে, ততবারই অবাক হয়েছে সকলে। লম্বায় ইতিমধ‍্যেই বাবাকে ছাড়িয়ে গিয়েছে মিশুক। নায়ক হওয়ার লুকস রয়েছে তাঁর মধ‍্যে। তৃষাণজিৎ নিজে কি বলছেন?

Prosenjit Chatterjee Facebook
সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে সাক্ষাৎকারে প্রসেনজিৎ বলেন, এখনো পর্যন্ত অভিনয় নিয়ে আগ্রহ তৈরি হয়নি ছেলের মধ‍্যে। বরং ফুটবলের দিকে বেশি ঝোঁক মিশুকের। লন্ডনে পড়াশোনা করছেন তৃষাণজিৎ। ভারতীয় ফুটবল দলে খেলতে চান তিনি।

প্রসেনজিৎ জানান, ছেলের আগ্রহ দেখে কয়েকজন ফুটবলার বন্ধুদের সঙ্গে কথা বলেছেন তিনি। তাঁরা পরামর্শ দিয়েছেন এদেশে খেলাতে। আর তিনি মিশুককে সময় দিয়েছেন দেড় দু বছর। ছেলে যদি অভিনেতা না হয়ে ফুটবলার হয় তাহলেও খুব খুশি হবেন বলে জানান প্রসেনজিৎ।

তবে অভিনয়ের দিকটাও খোলা রেখেছেন তিনি। তৃষাণজিৎ যদি সিনেমায় আসতে চান তাহলেও স্বাগত। তবে সেক্ষেত্রে একটি শর্ত দিয়ে রেখেছেন তিনি। এখন তিনি ছেলের সব কথা শুনছেন। যদি মিশুক অভিনয় করাটাই মনস্থির করে তাহলে তাঁকে বাবার সব কথা অক্ষরে অক্ষরে পালন করতে হবে।

প্রসেনজিৎ বলেন, মিশুককে দেখতে ‘সুদর্শন’। তাই অনেকেই ভাবছেন অভিনয়ে এলে ভালোই হবে। তবে সেক্ষেত্রে তিনি চান, মিশুক সবকিছু শিখে তারপরেই ইন্ডাস্ট্রিতে পা রাখুক। অনেক কিছু শিখতে হবে। অর তখন অভিজ্ঞ বাবাই পাশে দাঁড়াবেন ছেলের।

প্রসঙ্গত, আগামীতে ‘আয় খুকু আয়’ ছবিতে দেখা যাবে প্রসেনজিৎকে। ছবির গল্প বাবা মেয়েকে নিয়ে। ছবির নির্মল মণ্ডল ‘সিঙ্গল ফাদার’। মেয়ে ‘বুড়ি’কে একাই বড় করে তুলবেন তিনি, পৌঁছে দেবেন বিয়ের পিঁড়িতে। প্রসেনজিৎ দিতিপ্রিয়া ছাড়াও ছবিতে রয়েছেন সোহিনী সেনগুপ্ত এবং রাফিয়াথ রশিদ মিথিলাকে। আগামী ১৭ জুন মুক্তি পেতে চলেছে ‘আয় খুকু আয়’।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর