‘বিকল্প হবে না কোনোদিন’, প্রয়াত অভিষেকের জন‍্য শোকবার্তা দিয়ে নিন্দা শুনলেন প্রসেনজিৎ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ইন্ডাস্ট্রিতে দুজনে নাম উচ্চারিত হত একই সঙ্গে। প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায় (Prosenjit Chatterjee) ও অভিষেক চট্টোপাধ‍্যায় (Abhishek Chatterjee)। একসঙ্গে বহু ছবিতেই কাজ করেছিলেন দুজনে। প্রথমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও পরবর্তীকালে ‘ইন্ডাস্ট্রি’র বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন অভিষেক। আজ তাঁর মৃত‍্যুর পর শোকস্তব্ধ প্রসেনজিৎ।

বৃহস্পতিবার সকালে অভিনেতার মৃত‍্যু সংবাদ পাওয়ার পরে প্রসেনজিৎ বলেছিলেন, কোনো প্রতিক্রিয়া দিতে চান না তিনি। তিনি স্পষ্ট বলেন, এতদিন যাবৎ অনেক মৃত‍্যু সংবাদের প্রতিক্রিয়া দিলেও এই খবরে কিছু বলতে পারবেন না তিনি।


অবশেষে বিকেলে টুইটারে শোকবার্তা দিলেন প্রসেনজিৎ। অভিষেক চট্টোপাধ‍্যায়ের একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘বিশ্বাস হচ্ছে না যে অভিষেক আর নেই। কি বলব, কি লিখব… বলার মতো শব্দ খুঁজে পাচ্ছি না। তোর বিকল্প হবে না কোনোদিন। ভালো থাকিস রে বন্ধু।’

কিন্তু অভিনেতার এই শোকবার্তাকে অনেকেই ভাল ভাবে নেননি। অভিষেক চট্টোপাধ‍্যায় একবার অভিযোগ করেছিলেন, প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি তাঁর কেরিয়ার শেষ করে দিয়েছে। সেই প্রসঙ্গ টেনে এনে অনেকেই কটাক্ষ করেছেন অভিনেতাকে।

 

একজন লিখেছেন, সহ অভিনেতার চলে যাওয়াটা বেদনাদায়ক। কিন্তু প্রসেনজিৎ চাইলেই বন্ধুর পাশে দাঁড়িয়ে সাহায‍্য করতে পারতেন। বন্ধু কাজ পাচ্ছিল অথচ তিনি কোনো ব‍্যবস্থা করেননি। তবে কয়েকজন প্রসেনজিতের হয়েও কথা বলেছেন।


এদিন সকালে প্রসেনজিৎ বলেছিলেন, একের পর এক মৃত‍্যু তিনি দেখে যান আর প্রতিক্রিয়া দিয়ে যান। কিন্তু এবারে তিনি কিছুই বলতে পারবেন না বলে মন্তব‍্য করেছিলেন অভিনেতা। পুরনো স্মৃতি হাতড়ে প্রসেনজিৎ জানান, অভিষেকের বিয়েতে বরকর্তা হয়ে গিয়েছিলেন তিনি। সেই অভিষেকই আজ কত দূরে। বন্ধু তথা সহকর্মীর সঙ্গে শুধু ভাল স্মৃতিগুলোই মনে রেখে দিতে চান প্রসেনজিৎ।

সম্পর্কিত খবর

X